Dhaka 5:17 am, Saturday, 15 November 2025

লাকসামে এক যুবকের রহস্য জনক মৃত্যু, এলাকাজুড়ে  আতঙ্ক

  • Reporter Name
  • Update Time : 05:43:17 am, Monday, 28 July 2025
  • 170 Time View
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলার ৭নং আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে এক যুবক রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহতের নাম মোঃ হায়াতুর নবী (৩০)। তিনি ওই ইউপির ৪নং ওয়ার্ড বড়বাম উত্তর পাড়া এলাকার মাস্টার বাড়ির মৃত. মুসলিম মিয়ার মেঝো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জুলাই রাতের কোনো এক সময় কে বা কারা হায়াতুর নবীকে নির্মমভাবে হত্যা করে গ্রামের পাশে ফেলে রেখে যায়। ২৫ জুলাই সকালে এলাকাবাসী একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। হায়াতুর নবী এলাকায় একজন পরিচিত মুখ ছিলেন। তাঁর এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এখনো পর্যন্ত হত্যার বিষয়ে কোন কিছু জানা যায়নি।
আজগরা ইউনিয়ন সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, আজ সকাল ১০টায় খবর পেয়ে আমরা থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসি। এখনো পর্যন্ত কিভাবে ঘটনাটি ঘটলো তা জানা যায়নি। তবে তার একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বীনা গ্রেপ্তার

লাকসামে এক যুবকের রহস্য জনক মৃত্যু, এলাকাজুড়ে  আতঙ্ক

Update Time : 05:43:17 am, Monday, 28 July 2025
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলার ৭নং আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে এক যুবক রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহতের নাম মোঃ হায়াতুর নবী (৩০)। তিনি ওই ইউপির ৪নং ওয়ার্ড বড়বাম উত্তর পাড়া এলাকার মাস্টার বাড়ির মৃত. মুসলিম মিয়ার মেঝো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জুলাই রাতের কোনো এক সময় কে বা কারা হায়াতুর নবীকে নির্মমভাবে হত্যা করে গ্রামের পাশে ফেলে রেখে যায়। ২৫ জুলাই সকালে এলাকাবাসী একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। হায়াতুর নবী এলাকায় একজন পরিচিত মুখ ছিলেন। তাঁর এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এখনো পর্যন্ত হত্যার বিষয়ে কোন কিছু জানা যায়নি।
আজগরা ইউনিয়ন সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, আজ সকাল ১০টায় খবর পেয়ে আমরা থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসি। এখনো পর্যন্ত কিভাবে ঘটনাটি ঘটলো তা জানা যায়নি। তবে তার একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।