
মোঃ আসিফ, বিশেষ প্রতিনিধি
আজ সকাল ১০ টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক বাঁচাও আন্দোলন (এনসিবি) এর জুলাই মাসের ঘোষিত পদযাত্রা ও কর্মী সভা। শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এই রাজনৈতিক সমাবেশ।
এনসিবির কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। পদযাত্রা শুরু হয় নিরালা মোড় থেকে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত হয় সংক্ষিপ্ত জনসভা।
সভায় উপস্থিত ছিলেন এনসিবির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, টাঙ্গাইল জেলা সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা সরকারবিরোধী দুর্নীতির বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন এবং জনগণের অধিকার রক্ষায় সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বক্তারা বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সাধারণ মানুষের জীবনে অস্থিরতা ও সংকট সৃষ্টি করেছে। এনসিবি তার গণমানুষের আন্দোলনের ধারা বজায় রেখে পরিবর্তনের ডাক দিচ্ছে।” তারা আরও জানান, এনসিবি আগামী মাসে বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে পদযাত্রা ও গণসমাবেশ করবে।
সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এই পদযাত্রা ও সমাবেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৯ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর লোক নিরাপত্তার দায়িত্বে ছিলেন জানা গেছে।
Reporter Name 
























