Dhaka 3:02 pm, Saturday, 8 November 2025

সোনারগাঁও ও আশপাশের এলাকায় তিতাস গ্যাসের অভিযান: ২ হাজার অবৈধ বার্নার সংযোগ বিচ্ছিন্ন

  • Reporter Name
  • Update Time : 12:08:11 pm, Tuesday, 29 July 2025
  • 238 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় গতকাল (২৮ জুলাই, সোমবার) এক গুরুত্বপূর্ণ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ – সোনারগাঁও এবং জোনাল অফিস – সোনারগাঁও-এর কর্মকর্তারা যৌথভাবে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ জেলার বেইলর ও নয়াপুর এলাকার চারটি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে আনুমানিক ৬.৫ কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার আবাসিক বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অভিযানকারী দল ২১৫ ফিট ২” ডায়া, ৫০ ফিট ১.৫” ডায়া এবং ৭০ ফিট ১.২৫” ডায়া এমএস লাইন/পাইপ অপসারণ ও জব্দ করে। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত প্লাস্টিক পাইপ উৎসস্থলে ধ্বংস করা হয় এবং উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিংয়ের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও একই দিনে ভোর ৬টা থেকে তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ – নারায়ণগঞ্জ-এর সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আরও কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে পরিদর্শন ও অভিযান চালায়। এসব অভিযানে নিচের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হয়:

১. আপন বোর্ড মিলস (৩৭০-০০০০২৯): হাউস লাইনে অতিরিক্ত পোর্ট থাকায় তাৎক্ষণিকভাবে পোর্টগুলো কিলিং এবং ওয়েল্ডিং করে বন্ধ করা হয়।

২. স্টার ফিশিং অ্যান্ড টুয়াইন ফ্যাক্টরি (৮৭০-০০০০৪৬): অতিরিক্ত পাজিং পয়েন্ট চিহ্নিত করে কেটে ওয়েল্ডিং করে বন্ধ করা হয়।

৩. আইডিয়াল টেক্সটাইল মিলস লিমিটেড (৩৭০-০০০০০৯): হাউস লাইনে থাকা অতিরিক্ত পোর্ট কেটে ওয়েল্ডিং করে স্থায়ীভাবে বন্ধ করা হয়।

৪. এভারেস্ট পাওয়ার জেনারেশন লিমিটেড: পরিদর্শনকালে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি।

৫. মেসার্স তন্ময় ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড: পূর্বে বিচ্ছিন্নকৃত গ্রাহক। পরিদর্শনের সময় গ্রাহকপ্রতিনিধি বাধা প্রদান করায় পরিদর্শন সম্পন্ন করা সম্ভব হয়নি।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসের অপচয় ও অনিয়ম রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এ বিষয়ে গৃহীত প্রতিটি পদক্ষেপের মাধ্যমে গ্যাস নিরাপত্তা ও সঠিক বণ্টন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ইসলামপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডে মহিলা দলের এি বার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা 

সোনারগাঁও ও আশপাশের এলাকায় তিতাস গ্যাসের অভিযান: ২ হাজার অবৈধ বার্নার সংযোগ বিচ্ছিন্ন

Update Time : 12:08:11 pm, Tuesday, 29 July 2025

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় গতকাল (২৮ জুলাই, সোমবার) এক গুরুত্বপূর্ণ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ – সোনারগাঁও এবং জোনাল অফিস – সোনারগাঁও-এর কর্মকর্তারা যৌথভাবে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ জেলার বেইলর ও নয়াপুর এলাকার চারটি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে আনুমানিক ৬.৫ কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার আবাসিক বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অভিযানকারী দল ২১৫ ফিট ২” ডায়া, ৫০ ফিট ১.৫” ডায়া এবং ৭০ ফিট ১.২৫” ডায়া এমএস লাইন/পাইপ অপসারণ ও জব্দ করে। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত প্লাস্টিক পাইপ উৎসস্থলে ধ্বংস করা হয় এবং উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিংয়ের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও একই দিনে ভোর ৬টা থেকে তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ – নারায়ণগঞ্জ-এর সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আরও কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে পরিদর্শন ও অভিযান চালায়। এসব অভিযানে নিচের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হয়:

১. আপন বোর্ড মিলস (৩৭০-০০০০২৯): হাউস লাইনে অতিরিক্ত পোর্ট থাকায় তাৎক্ষণিকভাবে পোর্টগুলো কিলিং এবং ওয়েল্ডিং করে বন্ধ করা হয়।

২. স্টার ফিশিং অ্যান্ড টুয়াইন ফ্যাক্টরি (৮৭০-০০০০৪৬): অতিরিক্ত পাজিং পয়েন্ট চিহ্নিত করে কেটে ওয়েল্ডিং করে বন্ধ করা হয়।

৩. আইডিয়াল টেক্সটাইল মিলস লিমিটেড (৩৭০-০০০০০৯): হাউস লাইনে থাকা অতিরিক্ত পোর্ট কেটে ওয়েল্ডিং করে স্থায়ীভাবে বন্ধ করা হয়।

৪. এভারেস্ট পাওয়ার জেনারেশন লিমিটেড: পরিদর্শনকালে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি।

৫. মেসার্স তন্ময় ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড: পূর্বে বিচ্ছিন্নকৃত গ্রাহক। পরিদর্শনের সময় গ্রাহকপ্রতিনিধি বাধা প্রদান করায় পরিদর্শন সম্পন্ন করা সম্ভব হয়নি।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসের অপচয় ও অনিয়ম রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এ বিষয়ে গৃহীত প্রতিটি পদক্ষেপের মাধ্যমে গ্যাস নিরাপত্তা ও সঠিক বণ্টন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।