Dhaka 3:04 pm, Saturday, 8 November 2025

চট্টগ্রাম নগরী থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা সুমন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 07:23:50 am, Wednesday, 30 July 2025
  • 263 Time View
সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মহানগর নেতা মো. সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলীর চৌধুরীহাট এলাকার সন্দ্বীপ কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মো. সুমন দীর্ঘদিন ধরে হাটহাজারী এলাকায় আত্মগোপন করে আছেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারী থানায় মোট ১৪টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যাসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৯ এপ্রিল ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
র‍্যাব জানায়, ২৮ জুলাই দুপুরে আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-৭ এর একটি বিশেষ দল সন্দ্বীপ কলোনি এলাকায় অভিযান চালায় এবং সুমনকে আটক করে। তার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া সুমন (৪২) চট্টগ্রামের হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনি এলাকার বাসিন্দা মো. মজিবুল হকের ছেলে।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দৈনিক মানবাধিকার প্রতিদিন কে বলেন, মো. সুমন একজন পলাতক সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা হিসেবে পরিচয় ছিলো বলে জেনেছি দীর্ঘদিন ধরে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তিনি আরও বলেন, “সুমনের গ্রেপ্তারের পর তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ইসলামপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডে মহিলা দলের এি বার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা 

চট্টগ্রাম নগরী থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা সুমন গ্রেপ্তার

Update Time : 07:23:50 am, Wednesday, 30 July 2025
সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মহানগর নেতা মো. সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলীর চৌধুরীহাট এলাকার সন্দ্বীপ কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মো. সুমন দীর্ঘদিন ধরে হাটহাজারী এলাকায় আত্মগোপন করে আছেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারী থানায় মোট ১৪টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যাসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৯ এপ্রিল ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
র‍্যাব জানায়, ২৮ জুলাই দুপুরে আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-৭ এর একটি বিশেষ দল সন্দ্বীপ কলোনি এলাকায় অভিযান চালায় এবং সুমনকে আটক করে। তার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া সুমন (৪২) চট্টগ্রামের হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনি এলাকার বাসিন্দা মো. মজিবুল হকের ছেলে।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দৈনিক মানবাধিকার প্রতিদিন কে বলেন, মো. সুমন একজন পলাতক সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা হিসেবে পরিচয় ছিলো বলে জেনেছি দীর্ঘদিন ধরে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তিনি আরও বলেন, “সুমনের গ্রেপ্তারের পর তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”