Dhaka 3:52 pm, Saturday, 8 November 2025

মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে বিএনপি দুই বিএনপি নেতা বহিস্কার

  • Reporter Name
  • Update Time : 01:38:54 pm, Wednesday, 30 July 2025
  • 292 Time View
মোঃ জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপি’র সম্মেলনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিনের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলার শীর্ষ দুই বিএনপি নেতাকে বহিস্কার করেছে দলটি।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে। বহিস্কৃত বিএনপি’র দুই নেতা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাড .সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জুলাই ২০২৫ ইং তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সম্মেলনের দিন সমির উদ্দীন স্মৃতি কলেজ মাঠে ফলাফল প্রকাশের পর বাড়ীতে ফেরার সময় হামলার শিকার হন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে বহন করা গাড়ী ভাঙচুর করে দুর্বৃত্তরা।
পরদিন ১৩ জুলাই বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে সম্মেলনের ফলাফল স্থগিত ঘোষণা করেন। ওই দিনেই জেলা বিএনপি সভা ডেকে দুই নেতাকে বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার জানান, গত ১২ জুলাই সম্মেলনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।
One attachment
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকা ১৯ আসনে নির্বাচনী প্রস্তুতি সভায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে বিএনপি দুই বিএনপি নেতা বহিস্কার

Update Time : 01:38:54 pm, Wednesday, 30 July 2025
মোঃ জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপি’র সম্মেলনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিনের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলার শীর্ষ দুই বিএনপি নেতাকে বহিস্কার করেছে দলটি।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে। বহিস্কৃত বিএনপি’র দুই নেতা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাড .সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জুলাই ২০২৫ ইং তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সম্মেলনের দিন সমির উদ্দীন স্মৃতি কলেজ মাঠে ফলাফল প্রকাশের পর বাড়ীতে ফেরার সময় হামলার শিকার হন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে বহন করা গাড়ী ভাঙচুর করে দুর্বৃত্তরা।
পরদিন ১৩ জুলাই বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে সম্মেলনের ফলাফল স্থগিত ঘোষণা করেন। ওই দিনেই জেলা বিএনপি সভা ডেকে দুই নেতাকে বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার জানান, গত ১২ জুলাই সম্মেলনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।
One attachment