Dhaka 6:04 am, Saturday, 15 November 2025

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরের রোগী ১ হাজার ছড়ালো 

  • Reporter Name
  • Update Time : 09:47:59 am, Thursday, 31 July 2025
  • 172 Time View

মোঃ কাওসার আলি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ 

সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ব্যাপাক হারে বেড়েছে। তথ্যমতে, জেলায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যেই এক হাজার ছাড়িয়ে গেছে। তবে আক্রান্তের অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। ফলে হাসপাতালে ভর্তি সংখ্যা অনেকটাই কমেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদ পারভেজ জানান, জুন ও জুলাই মাসকে ডেঙ্গু জ¦রের প্রাদুর্ভাবের সময় হিসেবে ধরা হয়। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন রোগী, যার মধ্যে ২২ জন পুরুষ,৩৩ জন নারী ও ৬ জন শিশু। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৪ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১২ জন নারী এবং ৬ জন শিশু। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, ডেঙ্গু জ¦র একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। সাধারণত সন্ধ্যার পর ডেঙ্গু বাহী এডিস মশা বেশি কামড়ায়। মশক নিধন কার্যক্রম জেলায় কিছুটা স্থবির হয়ে পড়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে জেলা তথ্য অফিসের সহায়তায় নিয়মিত মাইকিং চালানো হচ্ছে। পাশাপাশি জুমার দিনে প্রতিটি মসজিদে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু জ¦র প্রতিরোধ সম্ভব নয়। তাই সবাইকে আরও সচেতন হতে হবে, ঘরের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ¦র প্রতিরোধে একমাত্র কার্যকর উপায় হলো এডিস মশার বংশ বিস্তার রোধ করা। সে জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা ও সচেতনতা।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বীনা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরের রোগী ১ হাজার ছড়ালো 

Update Time : 09:47:59 am, Thursday, 31 July 2025

মোঃ কাওসার আলি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ 

সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ব্যাপাক হারে বেড়েছে। তথ্যমতে, জেলায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যেই এক হাজার ছাড়িয়ে গেছে। তবে আক্রান্তের অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। ফলে হাসপাতালে ভর্তি সংখ্যা অনেকটাই কমেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদ পারভেজ জানান, জুন ও জুলাই মাসকে ডেঙ্গু জ¦রের প্রাদুর্ভাবের সময় হিসেবে ধরা হয়। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন রোগী, যার মধ্যে ২২ জন পুরুষ,৩৩ জন নারী ও ৬ জন শিশু। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৪ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১২ জন নারী এবং ৬ জন শিশু। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, ডেঙ্গু জ¦র একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। সাধারণত সন্ধ্যার পর ডেঙ্গু বাহী এডিস মশা বেশি কামড়ায়। মশক নিধন কার্যক্রম জেলায় কিছুটা স্থবির হয়ে পড়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে জেলা তথ্য অফিসের সহায়তায় নিয়মিত মাইকিং চালানো হচ্ছে। পাশাপাশি জুমার দিনে প্রতিটি মসজিদে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু জ¦র প্রতিরোধ সম্ভব নয়। তাই সবাইকে আরও সচেতন হতে হবে, ঘরের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ¦র প্রতিরোধে একমাত্র কার্যকর উপায় হলো এডিস মশার বংশ বিস্তার রোধ করা। সে জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা ও সচেতনতা।