
লাকসাম ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে মাদক মামলায় মোঃ মহসিন (৪০) নামে এক শ্রমিকদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার আজগরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। মাদক মামলায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেয় আদালত। বুধবার (৩০ জুলাই) লাকসাম থানা পুলিশ তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। এর আগে মঙ্গলবার রাতে মহসিনকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাকসাম উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম বলেন, মহসিনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, মাদক মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 



















