প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১২:৪৭ পি.এম
কালিহাতীতে প্রকৃতি ও পৃথিবী রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১০৬টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি অফিস প্রাঙ্গণে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু—এই তিন প্রজাতির দেশি ফুলের গাছ রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, এটি শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি গাছগুলো সঠিকভাবে লালন করা যায়, তবে কয়েক বছরের মধ্যেই কালিহাতী রঙিন ফুলের এক মনোমুগ্ধকর রাজ্যে পরিণত হবে।

Design and Developed by: Manobadhikar IT