প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৫:০৫ এ.এম
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ‘মধুর চাকে’ আবারও সেই শাহিন-উল ইসলাম চৌধুরী

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চসিকের ‘মধুর চাকে’ আবারও সেই শাহিন চসিকে বদলি হয়ে আসা প্রধান প্রকৌশলী শাহিন-উল ইসলাম চৌধুরী।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলীর পদ ঘিরে চলেছে নানা টানাপোড়েন। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর সময়ে কেউ ওই পদে টিকে থাকতে, আবার কেউ পদটিতে বসতে ছুটেছেন মন্ত্রণালয় থেকে শুরু করে আদালতের বারান্দা পর্যন্ত। বদলি হয়ে এসে কেউ আবার ঠাঁই না পেয়ে গেছেন অন্য সংস্থায়। অবসরে যাওয়া এক সাবেক প্রধান প্রকৌশলী সংস্থাটি ঘিরে ‘চাকও’ বানানোর চেষ্টা করেছিলেন। সবমিলিয়ে কাড়াকাড়িকাণ্ডে রীতিমতো ‘মধুর’ হয়ে উঠেছিল প্রধান প্রকৌশলীর পদ।
এবার ঘুরেফিরে সেই ‘মধুর চক্রে’ সংস্থাটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহিন-উল ইসলাম চৌধুরী। বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ মাহমুদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চসিকে বদলি করা হয়। প্রধান প্রকৌশলী শাহিন উল ইসলামকে বদলির ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে— পদোন্নতি পাওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহিন-উল ইসলাম চৌধুরীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বদলি বা প্রত্যাবর্তন করা হলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সড়ক বাতি নেভানোকাণ্ডে গত বছরের ২৬ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সময়ে বদলি হন চসিকের সাবেক এই প্রকৌশলী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সড়ক বাতি নেভানোর ঘটনায়, গত ২৬ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশের বদলির সময়কালে চসিকের সাবেক এই প্রকৌশলীরও বদলি হয়। নির্বাহী প্রকৌশলী হিসেবে তাকে পাঠানো হয় বরিশাল সিটি কর্পোরেশনে।
২০২৩ সালের ডিসেম্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর পদ নিয়ে নাটকীয়তার শুরু। সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বদলি হলেও চেয়ার ছাড়ছিলেন না। হাসপাতালের বিছানায় শুয়ে মন্ত্রণালয়কে হাইকোর্ট পর্যন্ত দেখিয়ে শেষ পর্যন্ত অবসরে গেছেন তিনি। একইসঙ্গে মন্ত্রণালয়ের আদেশে তাঁর স্থলাভিষিক্ত হয়ে আসা প্রধান প্রকৌশলী নবীউল ইসলামও তাঁকে ‘উৎখাতে’ রিট করেছিলেন। সেই চেয়ারকাণ্ডে প্রধান প্রকৌশলীর ‘ভারপ্রাপ্ত’ দায়িত্ব পেয়েছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহীন-উল ইসলাম

Design and Developed by: Manobadhikar IT