Dhaka 3:51 pm, Monday, 20 October 2025

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: একাধিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

  • Reporter Name
  • Update Time : 04:49:13 am, Wednesday, 27 August 2025
  • 340 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি কর্তৃক নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট (সোমবার) বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন সামগ্রী জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাবা মনিজা খাতুনের নেতৃত্বে জোবিঅ-মেঘনাঘাট আওতাধীন বালুয়াকান্দি (নাইটমুন হোটেল), মধ্য ভাটেরচর (খুলনা মিষ্টি ভান্ডার ও হোটেল) ও আনারপুরা (ফুড ভিলেজ হাইওয়ে রেস্তোরা) এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় তিনটি হোটেল-রেস্টুরেন্ট, একটি মিষ্টি কারখানা ও একজন আবাসিক গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ৫০ ফুট পাইপ লাইন, ২৮টি স্টার বার্ণার, ২টি ডাবল বার্ণার, ১টি সিঙ্গেল বার্ণার ও ২.৫ কিলোওয়াট ক্ষমতার একটি গ্যাস জেনারেটর অপসারণ ও জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একই দিনে জ্বালানি বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব সিমন সরকারের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-০৬ এর আওতাধীন আলুব্দী ও ইস্টাং হাউজিং এলাকায় পেট্রোবাংলার ভিজিলেন্স টিম, কেন্দ্রীয় ভিজিলেন্স টিম ও মেঢাবিবি-৬ এর টিমের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

মোট ১৯টি অভিযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি পরিদর্শন করা হয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের সোর্স লাইন কেটে দেওয়া হয়, একটিতে সোর্স লাইন খুঁজে পাওয়া যায়নি, চারটি প্রতিষ্ঠানে সংযোগবিহীন অবস্থা পাওয়া যায়, তিনটি তালাবদ্ধ ছিল এবং দুটি প্রতিষ্ঠানে এলপিজি দ্বারা কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

অভিযানে সুপার জিন্স ওয়াশিং, জি কেয়ার বিডি ওয়াশিং, ডেনিম এক্সপ্রেস এন্ড ক্লোদিং ওয়াশিং, এস এস ইন্টারন্যাশনাল (ওয়াশিং কারখানা), প্রত্যয় ইন্টারন্যাশনাল ও ডাইনামিক ওয়াশিং প্লান্ট লিমিটেডের সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১ ইঞ্চি ব্যাসের ১২০ ফুট এমএস পাইপ, ২২৫ ফুট জিআই পাইপ, ৫০ ফুট জিআই পাইপ, ৮০ ফুট হোজ পাইপ, ১০০ ফুট পিভিসি পাইপ এবং ৩টি রেগুলেটর জব্দ করা হয়।

এছাড়া, পল্লবীর এফ-৮ ও এফ-৯ প্লটের দুটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মেলায় সংযোগ বিচ্ছিন্ন ও লক উইং কক বন্ধ করে সিলমোহর করা হয়। তিতাস গ্যাসের রাজস্ব উপশাখা-সাভার ও জোবিঅ-সাভারের বিশেষ অভিযানে একাধিক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।এইচ.আর টেক্সটাইল লি. (কর্ণপাড়া, সাভার) ও ভরসা ফুড ইন্ডা. (কর্ণপাড়া, সাভার)–এর বকেয়ার কারণে তাদের আউটলেটে সিল স্থাপন করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।স্টার লাইট নিট লি. (আমতলা, কাটগড়া, আশুলিয়া)–এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শ্যানটেক্স প্রাইভেট লি. (টঙ্গাবাড়ি, আশুলিয়া)–এর জুন-২০২৫ মাসের ২,১৪,৬৭,৯৬১/- টাকার বকেয়া তাৎক্ষণিক আদায় করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস ব্যবহার রোধ ও জাতীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: একাধিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

Update Time : 04:49:13 am, Wednesday, 27 August 2025

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি কর্তৃক নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট (সোমবার) বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন সামগ্রী জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাবা মনিজা খাতুনের নেতৃত্বে জোবিঅ-মেঘনাঘাট আওতাধীন বালুয়াকান্দি (নাইটমুন হোটেল), মধ্য ভাটেরচর (খুলনা মিষ্টি ভান্ডার ও হোটেল) ও আনারপুরা (ফুড ভিলেজ হাইওয়ে রেস্তোরা) এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় তিনটি হোটেল-রেস্টুরেন্ট, একটি মিষ্টি কারখানা ও একজন আবাসিক গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ৫০ ফুট পাইপ লাইন, ২৮টি স্টার বার্ণার, ২টি ডাবল বার্ণার, ১টি সিঙ্গেল বার্ণার ও ২.৫ কিলোওয়াট ক্ষমতার একটি গ্যাস জেনারেটর অপসারণ ও জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একই দিনে জ্বালানি বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব সিমন সরকারের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-০৬ এর আওতাধীন আলুব্দী ও ইস্টাং হাউজিং এলাকায় পেট্রোবাংলার ভিজিলেন্স টিম, কেন্দ্রীয় ভিজিলেন্স টিম ও মেঢাবিবি-৬ এর টিমের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

মোট ১৯টি অভিযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি পরিদর্শন করা হয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের সোর্স লাইন কেটে দেওয়া হয়, একটিতে সোর্স লাইন খুঁজে পাওয়া যায়নি, চারটি প্রতিষ্ঠানে সংযোগবিহীন অবস্থা পাওয়া যায়, তিনটি তালাবদ্ধ ছিল এবং দুটি প্রতিষ্ঠানে এলপিজি দ্বারা কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

অভিযানে সুপার জিন্স ওয়াশিং, জি কেয়ার বিডি ওয়াশিং, ডেনিম এক্সপ্রেস এন্ড ক্লোদিং ওয়াশিং, এস এস ইন্টারন্যাশনাল (ওয়াশিং কারখানা), প্রত্যয় ইন্টারন্যাশনাল ও ডাইনামিক ওয়াশিং প্লান্ট লিমিটেডের সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১ ইঞ্চি ব্যাসের ১২০ ফুট এমএস পাইপ, ২২৫ ফুট জিআই পাইপ, ৫০ ফুট জিআই পাইপ, ৮০ ফুট হোজ পাইপ, ১০০ ফুট পিভিসি পাইপ এবং ৩টি রেগুলেটর জব্দ করা হয়।

এছাড়া, পল্লবীর এফ-৮ ও এফ-৯ প্লটের দুটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মেলায় সংযোগ বিচ্ছিন্ন ও লক উইং কক বন্ধ করে সিলমোহর করা হয়। তিতাস গ্যাসের রাজস্ব উপশাখা-সাভার ও জোবিঅ-সাভারের বিশেষ অভিযানে একাধিক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।এইচ.আর টেক্সটাইল লি. (কর্ণপাড়া, সাভার) ও ভরসা ফুড ইন্ডা. (কর্ণপাড়া, সাভার)–এর বকেয়ার কারণে তাদের আউটলেটে সিল স্থাপন করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।স্টার লাইট নিট লি. (আমতলা, কাটগড়া, আশুলিয়া)–এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শ্যানটেক্স প্রাইভেট লি. (টঙ্গাবাড়ি, আশুলিয়া)–এর জুন-২০২৫ মাসের ২,১৪,৬৭,৯৬১/- টাকার বকেয়া তাৎক্ষণিক আদায় করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস ব্যবহার রোধ ও জাতীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।