প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৯:৩৩ এ.এম
কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে একজন হাফেজের মৃত্যু
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন হাফেজ মোহাম্মদ ইমরান হাসান (২৭)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কের পাশেই উপজেলার আচমিতা ইউনিয়নের সরকারি মৎস্য হ্যাচারি সংলগ্ন ওয়েল্ডিং এর দোকানে ঘটনাটি ঘটে। হাফেজ ইমরান হাসান উপজেলার আচমিতাইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মোঃ রমজান আলী মুন্সির ছেলে।
আচমিতা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মতিউর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেলে হাফেজ ইমরান তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়াল্ডিং-এর দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার শরীরে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাফেজ ইমরান মাত্র কয়েক বছর আগে বিয়ে করেন। তার ৯ মাস বয়সের একটি পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে। আর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো: তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ হস্তান্তর করা হয়েছে।

Design and Developed by: Manobadhikar IT