
মোজাম্মেল হোসাইন ,স্টাফ রিপোর্টার
আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের ২৬টি দূর্গা মন্দির পরিদর্শন করলেন বিএনপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন সরকার। সাভার পৌরসভা বিএনপির সভাপতি মাঈনউদ্দিন বিল্টু। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুর রহমান বাবুল। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এছাড়াও বিএনপি নেতা নজরুল ইসলাম,হান্নান মাস্টার, বকুল ভূঁইয়া,মোহাম্মদ আলী-সহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলো। সার্বিক তত্বাবধানে ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান। পাথালিয়া ইউনিয়নে ২৬টি দূর্গা মন্দির রয়েছে। প্রতিটি মন্দির কমিটির হাতে নগদ ৭হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাছেদ দেওয়ান বলেন, ভোরের আজান, শংকের ধ্বনি। এই হলো বিএনপির শান্তির বাণী। রাম রহিম মিলে থাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক। আমরা বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমরা প্রতিটি মন্দিরে ঘুরে পরিদর্শন করেছি এবং আপনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা করলাম। পূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমি মাঠে আছি এবং থাকবো। আপনাদের নিরাপত্তা স্বার্থে প্রতিটি মন্দিরে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা সবসময় আওয়ামীলীগের চেয়ে বিএনপির কাছে সবচেয়ে নিরাপদ। মায়ের কাছে শিশু যেমন নিরাপদ ঠিক তেমনিভাবে বিএনপির কাছে দেশ জাতি এবং সকল ধর্মের মানুষ নিরাপদ। আপনারা সুন্দর এবং নির্ভয়ে পূজা চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।