
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীতে পুলিশের সাবেক আইজিপি ও আওয়ামীলীগের সাবেক এমপি নুর মোহাম্মদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, মিথ্যা মামলা দিয়ে কৌশলে নিরীহ লোকদের ফাসিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে চান্দপুর ইউনিয়ে বাসিন্দা সিরাজুল আমিন ও তার
পরিবার।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বিকালে উপজেলার মডেল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগীরা বলেন, চাঁন্দপুর, দিনামণি, ভূনা এবং মন্ডলভোগ সহ চারটি মৌজায় মোট ১৩০
একর সম্পত্তি মালিক ও দখলকার নিয়োগ হয়ে মাছের ঘের ও গাছপালা রোপন করে বরকত আল-
আমিন এগ্রো কমপ্লেক্স নামে প্রকল্প চলাকালীন পুলিশের আইজিপি নূর মোহাম্মদ তার লালিত সন্ত্রাসী
বাহিনীর প্রধান মুন (নূর মোহাম্মদের ভাগিনা) ও শাওনের নেতৃত্বে ২০-২৫জন অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক
২০০৮ সালের শেষের দিকে প্রভাব খাটিয়ে জোর পূর্বক দখল করে নেয় নুর মোহাম্মদ ।
বক্তারা আরো বলেন, ২০১২ সালে আমার বাবা প্রধানমন্ত্রী বরাবর অবৈধ কাগজ দিয়ে নামজারি না
করা এবং সাবেক এমপি নূর মোহাম্মদের সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে আমার বাবার মৎস্য প্রকল্প ও
জমি অবৈধ দখল মুক্ত করার আবেদন করেন।
কিন্তু তাতেও কোন প্রতিকার পাওয়া যায়নি৷ বক্তারা এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১০ সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে ভূমি দস্যু নূর মোহাম্মদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে এবং দূদকের মাধ্যমে সাবেক এমপি নূর মোহাম্মদের দুর্নীতির তদন্ত রির্পোটের সত্যতা প্রকাশ পেয়েছে। কিন্তু নূর মোহাম্মদ আওয়ামী সরকারের প্রভাবশালী এমপি হওয়ায় কোন বিচারের আওতায় আসেনি। আজকে আমরা আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে ভূমি দস্যু নূর মোহাম্মদের বিচার চাই ।