
শহিদুল ইসলাম( শহিদ), ভূঞাপুর উপজেলা প্রতিনিধি
দলমত এর বাহিরে আপনি ভূঞাপুরের একজন জনগণের সেবক হিসেবে কাজ করে গেছেন। আপনার মতো একজন সেবক হারিয়ে হারে হারে টের পাচ্ছে ভূঞাপুরবাসি। আপনার পরে আর কেউ ভূঞাপুরকে সংসদে প্রতিনিধিত্ব দেখাতে পারেনি। এই জন্য ভূঞাপুরবাসি আজকে অনেক পিছিয়ে আছে। আমরা ভূঞাপুরবাসি একটা রত্ন হারিয়েছি। যার পদচারণ শুরু হয়েছিল ইউনিয়ন পরিষদ থেকে, আর শেষ হয়েছিল মহান জাতীয় সংসদের আসনে— তিনি বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের অকুতোভয় কোম্পানি কমান্ডার, আলহাজ্ব শামছুল হক তালুকদার ছানু এমপি।মানুষের সেবায় নিবেদিত এই মহান সন্তান জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকেছেন, ছিলেন মানুষের আশ্রয় ও ভরসা। তিনবারের ইউপি চেয়ারম্যান, দুইবারের উপজেলা চেয়ারম্যান, এবং সংসদ সদস্য হিসেবে তাঁর প্রতিটি মুহূর্ত ছিল মানুষের কল্যাণে উৎসর্গীকৃত।জাতির শ্রেষ্ঠ সন্তানকে বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন আমিন।