
দিনাজপুর হিলি প্রতিনিধি ,মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকার পর আজকে থেকে আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে। ফলে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। দুর থেকে আসতে শুরু করেছে পাইকারপত্র।আজ শনিবার (৪ অক্টোবর) বেলা ১২ টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রম।হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল।তবে আজকে শনিবার(৪ অক্টোবর) যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
Reporter Name 
























