Dhaka 10:09 am, Friday, 10 October 2025

ইউ জি সির সদস্য হলেন প্রফেসর ডক্টর নিজাম উদ্দিন 

  • Reporter Name
  • Update Time : 07:03:29 am, Monday, 6 October 2025
  • 299 Time View
এ এইচ এম নোমান, বিশেষ প্রতিনিধি শেরপুর 
শেরপুরের জেলার কৃতী সন্তান  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সুবিপ্রবির উপাচার্যকে বিষয়টি অবহিত করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
অধ্যাপক নিজাম উদ্দিন শেরপুরের  জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের মরহুম শামসুল হক ও নাজনীনা হকের ছেলে। তিনি দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও এমএসসি, বুয়েট হতে এমফিল এবং জাপান হতে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টোরাল ফেলো/ভিজিটিং প্রফেসর হিসাবে কাজ করেন। দেশ বিদেশের বিভিন্ন সাইন্স ম্যাগাজিনে তার একশোটিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে,
উল্লেখ্য, প্রফেসর  নিজাম উদ্দিন ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে তিনি সুবিপ্রবির ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IQAC-র সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে খণ্ডকালীন সদস্য মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে হাওড় অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত শাবিপ্রবি ও সুবিপ্রবির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য ড. নিজাম উদ্দিন।
উপাচার্য নিজাম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়া অত্যন্ত সম্মানের এবং এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন সুবিপ্রবি পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর অর্জন বলেই আমি মনে করি। আমি আমার দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করবো।’
তিনি আরো জানান এই সম্মানজনক পদায়নে বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার মানোন্নয়নে এবং আন্তর্জাতিক এক্রিডেশন পেতে বিমক এর মাধ্যমে জোরালো ভুমিকা রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা  সন্তান ও এক পুত্র  সন্তানের জনক।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ইউ জি সির সদস্য হলেন প্রফেসর ডক্টর নিজাম উদ্দিন 

Update Time : 07:03:29 am, Monday, 6 October 2025
এ এইচ এম নোমান, বিশেষ প্রতিনিধি শেরপুর 
শেরপুরের জেলার কৃতী সন্তান  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সুবিপ্রবির উপাচার্যকে বিষয়টি অবহিত করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
অধ্যাপক নিজাম উদ্দিন শেরপুরের  জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের মরহুম শামসুল হক ও নাজনীনা হকের ছেলে। তিনি দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও এমএসসি, বুয়েট হতে এমফিল এবং জাপান হতে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টোরাল ফেলো/ভিজিটিং প্রফেসর হিসাবে কাজ করেন। দেশ বিদেশের বিভিন্ন সাইন্স ম্যাগাজিনে তার একশোটিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে,
উল্লেখ্য, প্রফেসর  নিজাম উদ্দিন ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে তিনি সুবিপ্রবির ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IQAC-র সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে খণ্ডকালীন সদস্য মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে হাওড় অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত শাবিপ্রবি ও সুবিপ্রবির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য ড. নিজাম উদ্দিন।
উপাচার্য নিজাম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়া অত্যন্ত সম্মানের এবং এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন সুবিপ্রবি পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর অর্জন বলেই আমি মনে করি। আমি আমার দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করবো।’
তিনি আরো জানান এই সম্মানজনক পদায়নে বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার মানোন্নয়নে এবং আন্তর্জাতিক এক্রিডেশন পেতে বিমক এর মাধ্যমে জোরালো ভুমিকা রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা  সন্তান ও এক পুত্র  সন্তানের জনক।