
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা
খুলনা খালিশপুর সবুজ খান (৫৫)নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার( ৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউসিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সবুজ খান সকালে, বাজারের পাশে অবস্থান করছিলেন, এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কালাম( ৪৫)তার স্ত্রী নাজমা বেগম (৪০)ছেলে সোহেল (১৯) সুজন (১৮)ও সাগর( ১৬)প্রতিবেশী নজরুল (৪৫) মন্ডল( ৪০) একযোগে ধারালো চাপাতি দিয়ে তার ওপর হামলা চালায়,
আসামিরা সবুজ খানকে ডান হাত বাম হাতের কনুই দুই হাটু ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে,পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন, নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, আমার বাবাকে মারছে নাজমা, সোহেল, সুজন, সাগর, কালাম, জয়, বিজয়, সোহেল, আরিফ, টাকার জন্য একজনকে মারতে গেছিল আমরা ছাড়ায়ে দিয়েছিলাম, আমার ছোট ভাইকে তাড়া করছিল, আমার ভাইকে মারতে পারেনি, আজকে আমার বাবা বাজার করতে গেছিল তাকে কুপিয়ে হত্যা করেছে,আমরা হত্যার বদলে মৃত্যুদণ্ড চাই।
নিহতের স্ত্রী শাহিনুর বলেন, নাজমা আমার ছোট বোন, আমাদের সাথে তাদের পারিবারিক সমস্যা রয়েছে, আমার বোবা ছেলেকে মারতে গেছিল পারেনি, নাজমার তিন ছেলে, সোহেল, সুজন, সাগর সহ আরো ও অনেকে মিলে আজ আমার স্বামীকে মেরে ফেলেছে, সুদের টাকা দিয়ে ওরা ২টা বাড়ি করেছে।
নিহত সবুজে খানের জামাই মোঃ বাবু বলেন, স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল, তারাই আজ সকালে আমার শশুর বাজারে যাওয়ার সময় বক্কর বস্তি এলাকার তার পথ আটকে দেয়,এ সময় ৬–৭, জন তাকে কুপিয়ে হত্যা করে, আমার শ্বশুর বায়তুল ফালাহ এলাকায় বাঙারির ব্যবসা করতেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী, বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।