
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি
শিশুদের কথা শুনব আজ, শিশুদের জন্য করব কাজ’-প্রতিপাদ্যকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পাইকগাছা এরিয়া প্রেগ্রাম আয়োজিত স্থানীয় শিশু ও শিশু ফোরাম কমিটির সদস্য বৃন্দদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী
শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। স্বাগত বক্তৃতা করেন, ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পলাশ হিউবার্ট বিশ্বাস। এসময় পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রভাষক বজলুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অন্যান্য কর্মকর্তা বৃন্দের মধ্যে পাইকগাছা এপি স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা দিপল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, জুনিয়ার প্রোগ্রাম অফিসার মার্শিয়া হালদার সহ স্থানীয় শিশু ও শিশু ফোরাম কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম সৈয়দ আবরার, দ্বিতীয় সৈয়দা তানহা, তৃতীয় প্রিতম মন্ডল। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।