
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি
মিটামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মিটামইন উপজেলা নিবার্হী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন। এ বছরের স্লোগান ছিল, আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি , সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আঃ সালাম, উমর ফারুক ( সহকারী শিক্ষক তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), অংকিতা বৈষ্ণব চৈতি( ছাত্রী), উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর, প্রমুখ।