প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ১০:০০ এ.এম
বিজিবি’র ‘বার্লিন’ ম্যাজিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে মরণনেশা ইয়াবা পাচার ভেস্তে গেলো

নুরুল আলম, টেকনাফ প্রতিনিধি
১০অক্টোবর ২০২৫ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অবৈধ মাদক পরিবহনের দায়ে একজন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। ২ বিজিবি’র মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’ মাদক উদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সন্ধ্যা আনুমানিক ১৮২০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (ইউরো কোচ, ঢাকা মেট্টো-ব-১২-১৩২৪) নিয়মিত তল্লাশির জন্য থামায়। বাসে তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স ডগ 'বার্লিন' নির্দিষ্ট যাত্রীর শরীরে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। 'বার্লিন'-এর অব্যাহত সংকেত এবং একই সঙ্গে যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা মাদক বহনের বিষয়ে নিশ্চিত হন। এরপর, বিস্তারিত তল্লাশি করে লুকানো অবস্থায়। ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঠিকানা পোষ্ট দেশান্তরকাঠি থানার বেতাগী জেলার বরগুনা এলাকার ধৃত আসামীর বিস্তারিত পরিচয় নিম্নরূপঃ।পিতা মোহাম্মদ আলী হোসেন ওমাতা বেবি বেগমের ছেলে মোঃ সানি হোসেন ৪০ দেশের সীমান্ত প্রহরায় বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী। মাদকমুক্ত দেশ গড়ার এই অঙ্গীকার নিয়ে আরও কঠোরভাবে বিজিবির অভিযান চলবে.বলে জানান লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি
অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

Design and Developed by: Manobadhikar IT