মোঃ সোহাগ আলী, স্টাফ রিপোর্টার
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রাইভেটকার ডাকাতি ঘটনার সাথে জড়িত ০৭ জন ডাকাতকে গ্রেফতার, নগদ টাকা, লুন্ঠিত মোবাইল ও ডাকাতি কাজে ব্যবহৃত ০১ টি রামদা উদ্ধার
বাংলাদেশ পুলিশ জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার পুলিশ সংঘবদ্ধ ডাকাতি, হত্যাকান্ডসহ চাঞ্চল্যকর যে কোন ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
গত ০৩/১০/২০২৫ খ্রিঃ রাত্রি অনুমান ২৩.২৫ ঘটিকার সময় যমুনা সেতু পশ্চিম থানাধীন ঝাঐল ওভারব্রীজের পশ্চিমে ঢাকাগামী মহাসড়কের উপর ১০/১২ জনের অজ্ঞাতনামা ডাকাত দল একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারে থাকা লোকজনদের নিকট হতে মোবাইল ফোন, স্বর্নালঙ্কার ও নগদ টাকাসহ আনুমানিক ২,০০,০০০/-টাকা মূল্যমানের মালামাল নিয়ে পালিয়ে গিয়েছে। পরবর্তীতে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ÔDaily JaijaidinÕ নামক অনলাইন নিউজ ভিত্তিক ফেইজবুক পেইজ এ মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে ২০-৩০ বছর বয়সী ডাকাত দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় গত ০৫/১০/২০২৫ খ্রিঃ পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই প্রাইভেটকার ডাকাতির ঘটনাটি অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশব্যাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এই ডাকাতি সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তে একটি চৌকস টিম গঠন করেন। জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) এর নেতৃত্বে জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর তত্বাবধানে ডিবির এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, এসআই(নিঃ)/অনুপ কুমার সরকার, এসআই(নিঃ)/মোঃ শারফুল ইসলাম, এসআই(নিঃ)/রায়হান মোহাম্মদ হৃদয়, এএসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল প্রামানিক, এএসআই(নিঃ)/মোঃ আরিফুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ)/বৃন্দাবন রায়সহ ডিবির ফোর্সের সমন্বয়ে এই চৌকস টিমকে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন।
চৌকস এই টিমের দূরদর্শী কার্যক্রম এবং সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নিবিড় তত্বাবধানের কারণে ডাকাতির সহিত জড়িত ব্যক্তিদের সনাক্তপূর্বক সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ডাকাত ০৭ জন তন্মধ্যে গত ০৭/১০/২০২৫ খ্রিঃ ১। মোহাম্মদ আলী (২৩)’কে গ্রেফতার, গত ০৮/১০/২০২৫ খ্রিঃ ২। আজাদুল মেম্বার (৩৭), ৩। মোঃ রাশিদুল (৩০), ৪। মোঃ আশরাফুল (২৩), ৫। মোঃ আইয়ুব (২৩)’গণদের গ্রেফতার এবং গত ০৬/১০/২০২৫ খ্রিঃ ৬। শাহ আলী (২৯) ও ৭। মোঃ বাবু (৩৫)’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আলামত ও অস্ত্রশস্ত্র:
১। নগদ ২২,৫০০/- টাকা, ২। লুণ্ঠিত ০৩ টি মোবাইল ও ৩। ডাকাতদের ব্যবহৃত অস্ত্র রামদা ০১টি।
গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সিরাজগঞ্জ জেলার মহাসড়কে ডাকাতি করাই তাদের পেশা। গ্রেফতারকৃত ০৭ জন ডাকাতের মধ্যে ০৩ জন ডাকাত বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।