সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রাম থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুর হেকিম পিতা মৃত মঞ্জব আলী।
অভিযানে নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এস. আই বুলবুল আহমেদ, এ. এস. আই আব্দুল বারেক ও সঙ্গীয় ফোর্স। বাহুবল মডেল থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “ গ্রেপ্তারকৃত আব্দুর হেকিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।