Dhaka 4:21 am, Tuesday, 14 October 2025

অবহেলা থেকে উন্নয়নের আলোয়: সমিতির হাটে কালু চেয়ারম্যানের এক দশকের সাফল্যগাঁথা

  • Reporter Name
  • Update Time : 09:34:28 am, Sunday, 12 October 2025
  • 331 Time View

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়ন—এক সময়ের অবহেলিত জনপদ, আজ উন্নয়নের দৃষ্টান্ত হয়ে উঠেছে। গত এক দশকে(২০১৬-২০২৪) ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জনবহুল গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে আধুনিক অবকাঠামোর ছোঁয়া।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ ইমন ওরফে কালু চেয়ারম্যানের নেতৃত্বে দলমত নির্বিশেষে যে উন্নয়নযাত্রা শুরু হয়েছিল, তা আজ সমিতির হাটকে একটি আধুনিক, সংযুক্ত ও জনবান্ধব এলাকায় রূপ দিয়েছে—এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।

তার সময়ে সড়ক যোগাযোগে বিপ্লব: স্বাধীনতার পর এত ব্যাপক সড়ক উন্নয়ন সমিতির হাটে আর দেখা যায়নি। যোগিরহাট–কাটিরহাট সড়কের কার্পেটিং, নানুপুর–সমিতির হাট সড়ক, সমিতির হাট–তকিরহাট সড়ক, হালদা নদীর বেড়িবাঁধ ও বলক নির্মাণ, কুলাল বাড়ি সড়ক, উত্তর–নিশ্চিন্তাপুর সড়ক, খোশাল মুন্সি বাড়ি সড়ক, সাজু খাঁ সড়ক, আমির মোহাম্মদ তালুকদার বাড়ি সড়ক, রফিকুল আনোয়ার সড়ক, লাতুশা সড়ক, আজগর আলী শাহ সড়ক সহ অজস্র সংযোগ সড়ক গ্রামীণ জনগণের জীবনে এনেছে আমূল পরিবর্তন।

এছাড়া সমিতির হাট হতে রহমানিয়া বিদ্যালয় পর্যন্ত রাস্তাটির উন্নয়নকে এলাকাবাসী বলছেন “স্বাধীনতার পর স্মরণকালের উন্নয়ন।” শিক্ষা অবকাঠামোতে ঐতিহাসিক পরিবর্তন: কালু চেয়ারম্যানের সময়ে সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণসহ শিক্ষাখাতে ঘটে বিপ্লব। পূর্ব সাদেক নগর, দক্ষিণ সাদেক নগর, দক্ষিণ নিশ্চিন্তাপুর,  ও মধ্যম নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ও  সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের ৪থ থলা ভবন নির্মাণ সম্পন্ন হয়।

তার নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত নূরছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের জমি ক্রয়ে ব্যক্তিগত অনুদানসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। শিক্ষা খাতে তার এই অবদানই ইউনিয়নের ভবিষ্যৎ প্রজন্মকে দিয়েছে একটি শক্ত ভিত।

খাল খনন ও সেচ প্রকল্পে কৃষি বিপ্লব: সমিতির হাট ইউনিয়নের কৃষি নির্ভর অর্থনীতিতে খাল খনন ছিল একটি যুগান্তকারী উদ্যোগ। চেয়ারম্যান কালুর সময় ৪, ৫, ৬নং ওয়ার্ডে তিনটি খাল এবং ৭, ৮নং ওয়ার্ডে আরও একটি খাল খনন করা হয়। এর ফলে সেচের পরিধি বেড়ে কৃষিতে আসে বৈপ্লবিক পরিবর্তন। এছাড়া ২, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে বাস্তবায়িত সেচ প্রকল্পগুলো উৎপাদনশীলতা বৃদ্ধি করে ইউনিয়নের অর্থনীতিকে করে আরও শক্তিশালী।

পোল, কালভার্ট ও জনপদ উন্নয়ন:গত এক দশকে সমিতির হাটে ২৫টি নতুন পোল ও কালভার্ট নির্মিত হয়। দুর্গম জনপদগুলো যুক্ত হয় উপজেলা ও জেলা সদরের সঙ্গে। এলাকাবাসী বলছেন, “কালু চেয়ারম্যান না থাকলে এসব উন্নয়ন স্বপ্নই থেকে যেত।” মানবিকতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা: ২০১৮ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যা এবং কোভিড–১৯ মহামারির সময় কালু চেয়ারম্যানের মানবিক ভূমিকা স্মরণীয় হয়ে আছে সমিতির হাটবাসীর হৃদয়ে।

করোনা কালে চালু করেন ‘করোনা সহায়তা ডেস্ক’, ঘরে ঘরে পৌঁছে দেন ত্রাণ ও ওষুধ। বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে আশ্রয়, পুনর্বাসন ও সহায়তা দিয়েছেন নিরলসভাবে। এলাকাবাসীর ভাষায়, “বিপদে-আপদে আমাদের পাশে যে মানুষটিকে পাওয়া গেছে, তিনি হলেন কালু চেয়ারম্যান।” স্বাস্থ্য ও সামাজিক সেবায় দৃষ্টান্ত:তার আমলে ইউনিয়নে নির্মিত হয় সাইক্লোন সেন্টার, কমিউনিটি ক্লিনিকসহ বহু স্থাপনা। গ্রামীণ স্বাস্থ্যসেবা ও দুর্যোগ প্রস্তুতিতে এগিয়ে এসেছে সমিতির হাট ইউনিয়ন। এভাবেই গত এক দশকে সমিতির হাট ইউনিয়ন এক নতুন রূপে আত্মপ্রকাশ করেছে—উন্নয়ন, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক হিসেবে চলবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

অবহেলা থেকে উন্নয়নের আলোয়: সমিতির হাটে কালু চেয়ারম্যানের এক দশকের সাফল্যগাঁথা

Update Time : 09:34:28 am, Sunday, 12 October 2025

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়ন—এক সময়ের অবহেলিত জনপদ, আজ উন্নয়নের দৃষ্টান্ত হয়ে উঠেছে। গত এক দশকে(২০১৬-২০২৪) ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জনবহুল গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে আধুনিক অবকাঠামোর ছোঁয়া।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ ইমন ওরফে কালু চেয়ারম্যানের নেতৃত্বে দলমত নির্বিশেষে যে উন্নয়নযাত্রা শুরু হয়েছিল, তা আজ সমিতির হাটকে একটি আধুনিক, সংযুক্ত ও জনবান্ধব এলাকায় রূপ দিয়েছে—এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।

তার সময়ে সড়ক যোগাযোগে বিপ্লব: স্বাধীনতার পর এত ব্যাপক সড়ক উন্নয়ন সমিতির হাটে আর দেখা যায়নি। যোগিরহাট–কাটিরহাট সড়কের কার্পেটিং, নানুপুর–সমিতির হাট সড়ক, সমিতির হাট–তকিরহাট সড়ক, হালদা নদীর বেড়িবাঁধ ও বলক নির্মাণ, কুলাল বাড়ি সড়ক, উত্তর–নিশ্চিন্তাপুর সড়ক, খোশাল মুন্সি বাড়ি সড়ক, সাজু খাঁ সড়ক, আমির মোহাম্মদ তালুকদার বাড়ি সড়ক, রফিকুল আনোয়ার সড়ক, লাতুশা সড়ক, আজগর আলী শাহ সড়ক সহ অজস্র সংযোগ সড়ক গ্রামীণ জনগণের জীবনে এনেছে আমূল পরিবর্তন।

এছাড়া সমিতির হাট হতে রহমানিয়া বিদ্যালয় পর্যন্ত রাস্তাটির উন্নয়নকে এলাকাবাসী বলছেন “স্বাধীনতার পর স্মরণকালের উন্নয়ন।” শিক্ষা অবকাঠামোতে ঐতিহাসিক পরিবর্তন: কালু চেয়ারম্যানের সময়ে সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণসহ শিক্ষাখাতে ঘটে বিপ্লব। পূর্ব সাদেক নগর, দক্ষিণ সাদেক নগর, দক্ষিণ নিশ্চিন্তাপুর,  ও মধ্যম নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ও  সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের ৪থ থলা ভবন নির্মাণ সম্পন্ন হয়।

তার নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত নূরছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের জমি ক্রয়ে ব্যক্তিগত অনুদানসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। শিক্ষা খাতে তার এই অবদানই ইউনিয়নের ভবিষ্যৎ প্রজন্মকে দিয়েছে একটি শক্ত ভিত।

খাল খনন ও সেচ প্রকল্পে কৃষি বিপ্লব: সমিতির হাট ইউনিয়নের কৃষি নির্ভর অর্থনীতিতে খাল খনন ছিল একটি যুগান্তকারী উদ্যোগ। চেয়ারম্যান কালুর সময় ৪, ৫, ৬নং ওয়ার্ডে তিনটি খাল এবং ৭, ৮নং ওয়ার্ডে আরও একটি খাল খনন করা হয়। এর ফলে সেচের পরিধি বেড়ে কৃষিতে আসে বৈপ্লবিক পরিবর্তন। এছাড়া ২, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে বাস্তবায়িত সেচ প্রকল্পগুলো উৎপাদনশীলতা বৃদ্ধি করে ইউনিয়নের অর্থনীতিকে করে আরও শক্তিশালী।

পোল, কালভার্ট ও জনপদ উন্নয়ন:গত এক দশকে সমিতির হাটে ২৫টি নতুন পোল ও কালভার্ট নির্মিত হয়। দুর্গম জনপদগুলো যুক্ত হয় উপজেলা ও জেলা সদরের সঙ্গে। এলাকাবাসী বলছেন, “কালু চেয়ারম্যান না থাকলে এসব উন্নয়ন স্বপ্নই থেকে যেত।” মানবিকতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা: ২০১৮ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যা এবং কোভিড–১৯ মহামারির সময় কালু চেয়ারম্যানের মানবিক ভূমিকা স্মরণীয় হয়ে আছে সমিতির হাটবাসীর হৃদয়ে।

করোনা কালে চালু করেন ‘করোনা সহায়তা ডেস্ক’, ঘরে ঘরে পৌঁছে দেন ত্রাণ ও ওষুধ। বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে আশ্রয়, পুনর্বাসন ও সহায়তা দিয়েছেন নিরলসভাবে। এলাকাবাসীর ভাষায়, “বিপদে-আপদে আমাদের পাশে যে মানুষটিকে পাওয়া গেছে, তিনি হলেন কালু চেয়ারম্যান।” স্বাস্থ্য ও সামাজিক সেবায় দৃষ্টান্ত:তার আমলে ইউনিয়নে নির্মিত হয় সাইক্লোন সেন্টার, কমিউনিটি ক্লিনিকসহ বহু স্থাপনা। গ্রামীণ স্বাস্থ্যসেবা ও দুর্যোগ প্রস্তুতিতে এগিয়ে এসেছে সমিতির হাট ইউনিয়ন। এভাবেই গত এক দশকে সমিতির হাট ইউনিয়ন এক নতুন রূপে আত্মপ্রকাশ করেছে—উন্নয়ন, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক হিসেবে চলবে।