Dhaka 8:27 am, Monday, 20 October 2025

পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহন করবো :গোলাম পরওয়ার

  • Reporter Name
  • Update Time : 07:06:50 am, Sunday, 12 October 2025
  • 102 Time View
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা, ফুলতলা
পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহণ করব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, শুকবার( ১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গন মিছিল -পূর্ব  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়,তাহলে সে রায় আমরা ও গ্রহন করবো তিন বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে।জাতির মতামত না নিয়ে পিআরকে অপেক্ষা করা যাবে না। গোলাম পরওয়ার বলেন পিআর জনগণ বোঝে না, এমন প্রচার চালানো হচ্ছে, তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়,বলে উল্লেখ করেন তিনি।
সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদের দোসরদের  বিচার  বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে, বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে, এতে লেভেল প্লেয়িং ফিল্ড  বিঘ্নিত হোছে, এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হোলে আবারও  বিতর্কিত নির্বাচন হবে।
একটি দল সহযোগিতা করছে না উল্লেখ করে তিনি আরো ও বলেন, অনেকের দ্রুত নির্বাচন চায়, কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না, দলের চেয়ে দেশ বড় মুখে বললে ও কাজে তা প্রকাশ করছে না, একটি রাজনৈতিক দল।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহন করবো :গোলাম পরওয়ার

Update Time : 07:06:50 am, Sunday, 12 October 2025
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা, ফুলতলা
পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহণ করব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, শুকবার( ১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গন মিছিল -পূর্ব  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়,তাহলে সে রায় আমরা ও গ্রহন করবো তিন বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে।জাতির মতামত না নিয়ে পিআরকে অপেক্ষা করা যাবে না। গোলাম পরওয়ার বলেন পিআর জনগণ বোঝে না, এমন প্রচার চালানো হচ্ছে, তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়,বলে উল্লেখ করেন তিনি।
সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদের দোসরদের  বিচার  বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে, বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে, এতে লেভেল প্লেয়িং ফিল্ড  বিঘ্নিত হোছে, এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হোলে আবারও  বিতর্কিত নির্বাচন হবে।
একটি দল সহযোগিতা করছে না উল্লেখ করে তিনি আরো ও বলেন, অনেকের দ্রুত নির্বাচন চায়, কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না, দলের চেয়ে দেশ বড় মুখে বললে ও কাজে তা প্রকাশ করছে না, একটি রাজনৈতিক দল।