Dhaka 12:25 pm, Monday, 20 October 2025

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’: অধ্যাপক গোলাম পরোয়ার

  • Reporter Name
  • Update Time : 07:03:51 am, Sunday, 12 October 2025
  • 94 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে বলবেন বিসমিল্লাহ দাঁড়িপাল্লা, সিল মেরে বলবেন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা, কেন্দ্র থেকে নেমেই বলবেন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা।” তিনি বলেন, যদি বাংলাদেশের ৩০০টি আসনে এভাবে ভোট হয়, তাহলে কোরআনের আইনের ভিত্তিতে এক নীরব বিপ্লব সংঘটিত হবে—ইনশাআল্লাহ।

শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনের পূর্ব পাশে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন, সচিবালয় এবং সরকারের কিছু উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে তাদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, “আগামী নির্বাচনের আগে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, আমরা শাসক হবো না—সেবক হবো। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এবার যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “আমরা মানবিক সমাজ গড়তে চাই। সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমাদের প্রথম কাজ হবে শিক্ষা ব্যবস্থাকে চরিত্র, নৈতিকতা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে নতুন ধারায় রূপান্তর করা।”

গোলাম পরোয়ার বলেন, “বাংলাদেশ অতীতে পাঁচ-সাতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর যেন এমন না হয়, এজন্য আমরা কঠোরভাবে কাজ করব। ঘুষ-দুর্নীতি নিজেরা করব না, কাউকে করতেও দেব না। অর্থনীতিকে দুর্নীতিমুক্ত করা হবে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, কারও নামে বেআইনিভাবে মামলা হবে না।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। দেশের সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ খুব সহজেই, ওয়ান-টু-তে।”
এ সময় তিনি খুলনা-৬ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আরও বলেন, “জামায়াত যদি ক্ষমতায় যায়, কোনো এমপি-মন্ত্রী সরকারি প্লট, ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি ভোগ করবে না। সরকারি অর্থের প্রতিটি টাকার হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে। অন্য কোনো রাজনৈতিক দলের নেতা এমন ঘোষণা দিতে পারবে না।”

উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, আবুজার আল গিফারী, অ্যাডভোকেট শাহ আলম, মুন্সী মঈনুল ইসলাম ও অমরেশ চন্দ্র মণ্ডলসহ দলের নেতাকর্মীরা।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’: অধ্যাপক গোলাম পরোয়ার

Update Time : 07:03:51 am, Sunday, 12 October 2025

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে বলবেন বিসমিল্লাহ দাঁড়িপাল্লা, সিল মেরে বলবেন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা, কেন্দ্র থেকে নেমেই বলবেন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা।” তিনি বলেন, যদি বাংলাদেশের ৩০০টি আসনে এভাবে ভোট হয়, তাহলে কোরআনের আইনের ভিত্তিতে এক নীরব বিপ্লব সংঘটিত হবে—ইনশাআল্লাহ।

শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনের পূর্ব পাশে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন, সচিবালয় এবং সরকারের কিছু উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে তাদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, “আগামী নির্বাচনের আগে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, আমরা শাসক হবো না—সেবক হবো। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এবার যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “আমরা মানবিক সমাজ গড়তে চাই। সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমাদের প্রথম কাজ হবে শিক্ষা ব্যবস্থাকে চরিত্র, নৈতিকতা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে নতুন ধারায় রূপান্তর করা।”

গোলাম পরোয়ার বলেন, “বাংলাদেশ অতীতে পাঁচ-সাতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর যেন এমন না হয়, এজন্য আমরা কঠোরভাবে কাজ করব। ঘুষ-দুর্নীতি নিজেরা করব না, কাউকে করতেও দেব না। অর্থনীতিকে দুর্নীতিমুক্ত করা হবে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, কারও নামে বেআইনিভাবে মামলা হবে না।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। দেশের সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ খুব সহজেই, ওয়ান-টু-তে।”
এ সময় তিনি খুলনা-৬ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আরও বলেন, “জামায়াত যদি ক্ষমতায় যায়, কোনো এমপি-মন্ত্রী সরকারি প্লট, ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি ভোগ করবে না। সরকারি অর্থের প্রতিটি টাকার হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে। অন্য কোনো রাজনৈতিক দলের নেতা এমন ঘোষণা দিতে পারবে না।”

উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, আবুজার আল গিফারী, অ্যাডভোকেট শাহ আলম, মুন্সী মঈনুল ইসলাম ও অমরেশ চন্দ্র মণ্ডলসহ দলের নেতাকর্মীরা।