Dhaka 12:24 pm, Monday, 20 October 2025

সোনারগাঁওয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : 09:03:17 am, Sunday, 12 October 2025
  • 155 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার 

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ সামরুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী মিয়ামি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: কুমিল্লা-ব-১১-০৩৪৯) থামিয়ে তল্লাশি চালানো হয়।

বাসটি থামানোর সাথে সাথে এক ব্যক্তি হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ ও ব্যাগ তল্লাশি করে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আহাদ আহম্মেদ জিসান (২৩)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার পাহাড়পুর মাস্টারবাড়ী এলাকার বাসিন্দা; পিতা মোঃ নাসির আহম্মেদ এবং মাতা মোসাঃ শেফালী আক্তার।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজাগুলো জব্দ তালিকা মূলে আইনানুগভাবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে কুমিল্লা ও নারায়ণগঞ্জ এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

সোনারগাঁওয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Update Time : 09:03:17 am, Sunday, 12 October 2025

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার 

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ সামরুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী মিয়ামি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: কুমিল্লা-ব-১১-০৩৪৯) থামিয়ে তল্লাশি চালানো হয়।

বাসটি থামানোর সাথে সাথে এক ব্যক্তি হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ ও ব্যাগ তল্লাশি করে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আহাদ আহম্মেদ জিসান (২৩)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার পাহাড়পুর মাস্টারবাড়ী এলাকার বাসিন্দা; পিতা মোঃ নাসির আহম্মেদ এবং মাতা মোসাঃ শেফালী আক্তার।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজাগুলো জব্দ তালিকা মূলে আইনানুগভাবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে কুমিল্লা ও নারায়ণগঞ্জ এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।