মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় প্রকাশ করা হবে।
সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সম্ভাব্য কয়েকটি তারিখ নিয়ে আলোচনা হয়—১৬, ১৭ ও ১৮ অক্টোবর। শেষ পর্যন্ত ১৬ অক্টোবর সকাল ১০টায় ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
ফলাফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফল হস্তান্তর করবেন শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে সকালে প্রধানমন্ত্রীর হাতে সারাদেশের ফলাফল সংক্ষিপ্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে। এরপর শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে।
গত ২৬ জুন থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২,৭৯৭টি কেন্দ্রে, সারাদেশের শতাধিক কলেজ ও মাদরাসায়।
শিক্ষা বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ—ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন,রাজশাহী বোর্ড: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন,কুমিল্লা বোর্ড: ১ লাখ ১ হাজার ৭৫০ জন ,যশোর বোর্ড: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন,চট্টগ্রাম বোর্ড: ১ লাখ ৩৫ হাজার জন,বরিশাল বোর্ড: ৬১ হাজার ২৫ জন,সিলেট বোর্ড: ৬৯ হাজার ৬৮৩ জন ,দিনাজপুর বোর্ড: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন,ময়মনসিংহ বোর্ড: ৭৮ হাজার ২৭৩ জন
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন, এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৯ হাজার ৬১১ জন।
ফলাফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে “HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫” লিখে ১৬২২২ নম্বরে পাঠালে এসএমএসে ফলাফল জানানো হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর আসছে কাঙ্ক্ষিত দিনটি। দেশের বিভিন্ন কলেজে ভর্তি এবং উচ্চশিক্ষার পরবর্তী ধাপের প্রস্তুতি নিতে শিক্ষার্থীরা এখন ফলাফলের অপেক্ষায় দিন গুনছেন। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফল প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে।