Dhaka 4:32 am, Tuesday, 14 October 2025

জমিরের নেতৃত্বে পঞ্চগড়ে বিএনপির “ঘরে ঘরে, জনে জনে” প্রচারণা শুরু

  • Reporter Name
  • Update Time : 01:07:39 pm, Monday, 13 October 2025
  • 56 Time View
মোঃ আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার পঞ্চগড়

“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ঘরে ঘরে—জনে জনে” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু করেছে জনগণমুখী প্রচারণা কর্মসূচি। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রচারণায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির মাধ্যমে ২০২৩ সালের ১৩ জুলাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা জাতীয় পুনর্গঠন প্রস্তাব ও ১৮০ দিনের বাস্তবায়ন পরিকল্পনা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এই দফাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে—আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজি দমন, ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা নিশ্চিতকরণ, কৃষি ও শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা চালু।
ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, “আমরা ঘরে ঘরে যাচ্ছি, যেন সাধারণ মানুষ জানে—বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে না, বরং জনগণের উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে কাজ করছে। যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, তাহলে ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা পঞ্চগড়সহ সারাদেশে দৃশ্যমান পরিবর্তন আনব।”তিনি আরও বলেন, “এই প্রচারণার উদ্দেশ্য রাজনৈতিক নয়, বরং মানুষকে সচেতন করা—যাতে তারা বুঝতে পারে কারা সত্যিকারের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে।”
প্রচারণাকালে নেতাকর্মীরা জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং লিফলেট ও তথ্যপত্রের মাধ্যমে বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয়দের অংশগ্রহণ ও আগ্রহ এ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। পঞ্চগড়ে শুরু হওয়া এই “ঘরে ঘরে, জনে জনে” কর্মসূচি ধীরে ধীরে জেলার অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরসহ বিএনপির স্থানীয় নেতৃত্বের।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

জমিরের নেতৃত্বে পঞ্চগড়ে বিএনপির “ঘরে ঘরে, জনে জনে” প্রচারণা শুরু

Update Time : 01:07:39 pm, Monday, 13 October 2025
মোঃ আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার পঞ্চগড়

“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ঘরে ঘরে—জনে জনে” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু করেছে জনগণমুখী প্রচারণা কর্মসূচি। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রচারণায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির মাধ্যমে ২০২৩ সালের ১৩ জুলাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা জাতীয় পুনর্গঠন প্রস্তাব ও ১৮০ দিনের বাস্তবায়ন পরিকল্পনা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এই দফাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে—আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজি দমন, ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা নিশ্চিতকরণ, কৃষি ও শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা চালু।
ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, “আমরা ঘরে ঘরে যাচ্ছি, যেন সাধারণ মানুষ জানে—বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে না, বরং জনগণের উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে কাজ করছে। যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, তাহলে ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা পঞ্চগড়সহ সারাদেশে দৃশ্যমান পরিবর্তন আনব।”তিনি আরও বলেন, “এই প্রচারণার উদ্দেশ্য রাজনৈতিক নয়, বরং মানুষকে সচেতন করা—যাতে তারা বুঝতে পারে কারা সত্যিকারের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে।”
প্রচারণাকালে নেতাকর্মীরা জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং লিফলেট ও তথ্যপত্রের মাধ্যমে বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয়দের অংশগ্রহণ ও আগ্রহ এ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। পঞ্চগড়ে শুরু হওয়া এই “ঘরে ঘরে, জনে জনে” কর্মসূচি ধীরে ধীরে জেলার অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরসহ বিএনপির স্থানীয় নেতৃত্বের।