
শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
আমাদের দাবি একটাই, টাঙ্গাইলবাসী ঢাকাতেই থাকতে চাই, এই স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে যমুনা সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে ছয় কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বিক্ষুব্ধরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব ভাইরাল হওয়ার পর থেকেই তারা ক্ষুব্ধ। তাদের দাবি, “টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। যদি ঢাকা বিভাগে না রাখা হয়, তাহলে একে স্বাধীন বিভাগ ঘোষণা করতে হবে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, আমরা ফেসবুকে এ বিষয়ে নানা তথ্য দেখেছি। তবে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার খবরটি সম্পূর্ণ ভুল। এ বিষয়ে কোনো সরকারি নির্দেশনা বা চিঠি আমরা পাইনি। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপ ও আলোচনার পর দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।