মোঃ আসিফ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে যমুনা গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যমুনা গোলচত্বরে শতাধিক মানুষ জড়ো হয়ে টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উল্লেখ্য, সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত মানচিত্রে টাঙ্গাইলকে ঢাকা বিভাগ থেকে বাদ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলার সর্বত্রই প্রতিবাদের ঝড়