Dhaka 4:23 am, Tuesday, 14 October 2025

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : 01:10:38 pm, Monday, 13 October 2025
  • 55 Time View
তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী
ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ‘সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরাম’-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষুব্ধ শিক্ষকরা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
ঘণ্টাব্যাপী আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। ফোরামের সভাপতি ও হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, উত্তর সোনাখুলি কামিল মাদরাসার অধ্যক্ষ আহম্মেদ আলী, আসমতিয়া দাখিল মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম, রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আলমগীর সরকার, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ রাজিব উদ্দিন ও উত্তর সোনাখুলি দাখিল মাদরাসার শিক্ষক শফিউল ইসলাম প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন খালিশা বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম। বক্তারা ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন। পাশাপাশি শিক্ষকদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কর্মবিরতি অব্যাহত রেখে রাজপথে অনড় থাকার হুঁশিয়ারি দেন তারা।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

Update Time : 01:10:38 pm, Monday, 13 October 2025
তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী
ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ‘সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরাম’-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষুব্ধ শিক্ষকরা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
ঘণ্টাব্যাপী আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। ফোরামের সভাপতি ও হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, উত্তর সোনাখুলি কামিল মাদরাসার অধ্যক্ষ আহম্মেদ আলী, আসমতিয়া দাখিল মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম, রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আলমগীর সরকার, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ রাজিব উদ্দিন ও উত্তর সোনাখুলি দাখিল মাদরাসার শিক্ষক শফিউল ইসলাম প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন খালিশা বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম। বক্তারা ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন। পাশাপাশি শিক্ষকদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কর্মবিরতি অব্যাহত রেখে রাজপথে অনড় থাকার হুঁশিয়ারি দেন তারা।