
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেহা-ই-ইয়াজদাহুম ও গভর্নিং বডির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার সকালে মাদরাসা হল রুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ খোরশিদ আলম এবং সঞ্চালনা করেন মাওলানা শওকত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের আধ্যাত্মিক শক্তি অর্জনের পাশাপাশি পীর-আওলিয়াদের তাজিম করতে হবে এবং শিরক থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলমগীর।সারোয়ার আলমগীর তার বক্তব্যে বলেন, “আমি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছি। তাদের শিক্ষা ব্যবস্থা দেখার পর আজ এই মাদরাসার আধুনিক অবকাঠামো দেখে আমি মুগ্ধ হয়েছি। এটি চট্টগ্রামের অন্যতম বৃহৎ মাদরাসা। একসময় রাজনৈতিক প্রভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখন সময় এসেছে পুরনো গৌরব ফিরে পাওয়ার।”
তিনি আরও বলেন, আওয়ামীলীগের সময়ে এই প্রতিষ্ঠানটি তাদের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছিলো, আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এ মাদরাসাকে ১০ তলা ভবনে উন্নীত করে আধুনিক ইসলামী শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা নুরুল আলম ছিদ্দিকী,
বিদ্যোৎসাহী প্রতিনিধি: মো:নাছির উদ্দিন চৌধুরী ও
মো:সোলাইমান,
অভিভাবক প্রতিনিধি:
মো:শাহ জামাল,
মো:ওবায়দুল হক ও মো:আব্দুল মালেক, শিক্ষক প্রতিনিধি: অধ্যাপক শোয়াইব চৌধুরী, মুহাম্মদ আব্দুচ্ছালাম শরীফ ও মো:জসিম উদ্দিন, দাতা প্রতিনিধি: মো:আজিজুল হক, চিকিৎসক প্রতিনিধি: ডা.মোহাম্মদ শহিদুল্লাহ সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ খোরশিদ আলম বলেন, “নাজিরহাট জামিয়া মিল্লিয়া মাদরাসায় বর্তমানে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এবং ৬০ জনের অধিক শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। ৮৬ বছরের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান দীনের আলো ছড়িয়ে যাচ্ছে অবিরামভাবে। একাডেমিক শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা মোবারক হোসাইন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহিনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।