Dhaka 4:32 am, Tuesday, 14 October 2025

প্রতি চারজন নারীর তিনজনই সহিংসতার শিকার :বিবিএস জরিপে

  • Reporter Name
  • Update Time : 01:05:28 pm, Monday, 13 October 2025
  • 42 Time View
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা, ফুলতলা 
বাংলাদেশের প্রতি চারজন নারীর মধ্যে তিনজন তাদের জীবনে  অদ্ভুত একবার সহিংসতার শিকার হয়েছেন। সাহিংসতার মধ্যে রয়েছে শারীরিক মানসিক, অর্থনৈতিক ও নিয়ন্ত্রণ মুলক আচরণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যাুরোর (বিসিএস) এক জরিপে এই তথ্য উঠে এসেছে, আজ সোমবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নারীর প্রতি সহিংসতা জরিপ, ২০২৪, অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়, ‘নারীর প্রতি’ সহিংসতা জরিপ ‘২০২৪’ পরিচালনায় সহযোগিতা   দিয়েছে জাতিসংঘ তহবিল ইউ এন এফপিএ।
জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ নারী কখনো ও না কখনো ও জীবনসঙ্গী বা স্বামীর দ্বারা  শারীরিক, যৌন মানবিক বা অর্থনৈতিক শিকার হয়েছেন, এমনকি ৪৯ শতাংশ নারী গত এক বছরেই এ ধরনের সহিংসতার মুখোমুখি হয়েছেন, কিন্তু সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হল এই সহিংসতার শিকার নারীদের মধ্য ৬২ শতাংশ কখনো ও তা প্রকাশ করেননি। বিবিএস জানিয়েছে, জরিপে জাতিসংঘের নির্যাতিত হিংসা সহিংসতার ধরন ছাড়াও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক আচরণ অন্তর্ভুক্ত করা হয়েছে, এতে দেখা যায়। ১৫ বছর বয়সের পরে ১৫ শতাংশ নারী নন পার্টনার কর্তৃক যৌন সহিংসতার শিকার হয়েছেন।
অবশ্য, জরিপে বলেছেন, ২০১৫ সালের তুলনায় কিছুটা অগ্রগতি দেখা গেছে  তখন স্বামী দ্বারা সহিংসতার হার ছিল ৬৬  শতাংশ, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ৪৯ শতাংশ, তবুও জরিপটি দেখায়, নারীদের জীবনে সহিংসতার প্রভাব এখনো ও গভীর, সহিংসতার পর ও চিকিৎসা ও আইনি সহায়তা নিতে অধিকাংশ নারী বিধান্বিত থাকেন, ক্ষতিকর সামাজিক রীতি নীতি ও সম্মানহানির ভয়ে অনেকেই নীরব থাকেন, জরিপে আরো ও দেখা যায়, অর্ধেকের ও বেশি নারী (৫৪ শতাংশ) জীবন দশায় স্বামীর  দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন,
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

প্রতি চারজন নারীর তিনজনই সহিংসতার শিকার :বিবিএস জরিপে

Update Time : 01:05:28 pm, Monday, 13 October 2025
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা, ফুলতলা 
বাংলাদেশের প্রতি চারজন নারীর মধ্যে তিনজন তাদের জীবনে  অদ্ভুত একবার সহিংসতার শিকার হয়েছেন। সাহিংসতার মধ্যে রয়েছে শারীরিক মানসিক, অর্থনৈতিক ও নিয়ন্ত্রণ মুলক আচরণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যাুরোর (বিসিএস) এক জরিপে এই তথ্য উঠে এসেছে, আজ সোমবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নারীর প্রতি সহিংসতা জরিপ, ২০২৪, অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়, ‘নারীর প্রতি’ সহিংসতা জরিপ ‘২০২৪’ পরিচালনায় সহযোগিতা   দিয়েছে জাতিসংঘ তহবিল ইউ এন এফপিএ।
জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ নারী কখনো ও না কখনো ও জীবনসঙ্গী বা স্বামীর দ্বারা  শারীরিক, যৌন মানবিক বা অর্থনৈতিক শিকার হয়েছেন, এমনকি ৪৯ শতাংশ নারী গত এক বছরেই এ ধরনের সহিংসতার মুখোমুখি হয়েছেন, কিন্তু সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হল এই সহিংসতার শিকার নারীদের মধ্য ৬২ শতাংশ কখনো ও তা প্রকাশ করেননি। বিবিএস জানিয়েছে, জরিপে জাতিসংঘের নির্যাতিত হিংসা সহিংসতার ধরন ছাড়াও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক আচরণ অন্তর্ভুক্ত করা হয়েছে, এতে দেখা যায়। ১৫ বছর বয়সের পরে ১৫ শতাংশ নারী নন পার্টনার কর্তৃক যৌন সহিংসতার শিকার হয়েছেন।
অবশ্য, জরিপে বলেছেন, ২০১৫ সালের তুলনায় কিছুটা অগ্রগতি দেখা গেছে  তখন স্বামী দ্বারা সহিংসতার হার ছিল ৬৬  শতাংশ, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ৪৯ শতাংশ, তবুও জরিপটি দেখায়, নারীদের জীবনে সহিংসতার প্রভাব এখনো ও গভীর, সহিংসতার পর ও চিকিৎসা ও আইনি সহায়তা নিতে অধিকাংশ নারী বিধান্বিত থাকেন, ক্ষতিকর সামাজিক রীতি নীতি ও সম্মানহানির ভয়ে অনেকেই নীরব থাকেন, জরিপে আরো ও দেখা যায়, অর্ধেকের ও বেশি নারী (৫৪ শতাংশ) জীবন দশায় স্বামীর  দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন,