Dhaka 4:21 am, Tuesday, 14 October 2025

বেঙ্গল লাইফ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 01:09:16 pm, Monday, 13 October 2025
  • 155 Time View
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী প্রকল্প প্রধান মো. এনামুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আলফাডাঙ্গার এক যুবক। অভিযোগকারী ইমরান হোসেন আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্র বানা গ্রামের বাসিন্দা এবং বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক কর্মী।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, চাকরির সুবাদে উর্ধ্বতন কর্মকর্তা এনামুল হকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগে এনামুল তাঁর কাছ থেকে ধার নেন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। ইমরান বলেন, ‘সরল বিশ্বাসে টাকা দিয়েছিলাম। কিন্তু তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। কয়েক দফায় কিছু টাকা ফেরত দিলেও এখনো পুরোটা দেননি।’
তিনি আরও জানান, বিষয়টি কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিয়ে গত রবিবার (১২ অক্টোবর) বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন তিনি। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’অভিযুক্ত এনামুল হক অভিযোগ এর বিষয় স্বীকার করেন, এবং বলেন তার সাথে আমরা বসে মীমাংসা করতে চাই, থানা থেকে আমাকে ফোন করেছিল আগামী ১৫ তারিখ থানায় গিয়ে বসতে চেয়েছি।
বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রধান জসিম উদ্দিন বলেন’আমাদের কোম্পানির নিয়োগের সময়  জানিয়ে দেওয়া আছে, কারো সাথে নগদ টাকার লেনদেন করা যাবে না , করলে তার দ্বায়ভার কোম্পানি নেবেনা,এ ছাড়া আমাদের কোম্পানিতে কেউ লিখিত অভিযোগ করে নাই, থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে বলেন, থানা আইনগত ভাবে যে কোন  সিদ্ধান্ত নিতে পারে এত যদি কোম্পানির দ্বায় বদ্ধতা থাকে সেটি কোম্পানি পূরন করবে।
স্থানীয়ভাবে জানা গেছে, এনামুল হক দীর্ঘদিন ধরে কোম্পানির এলিগেন্ট প্রকল্পে দায়িত্ব পালন করছেন। অভিযোগের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যেও অস্বস্তি দেখা দিয়েছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

বেঙ্গল লাইফ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Update Time : 01:09:16 pm, Monday, 13 October 2025
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী প্রকল্প প্রধান মো. এনামুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আলফাডাঙ্গার এক যুবক। অভিযোগকারী ইমরান হোসেন আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্র বানা গ্রামের বাসিন্দা এবং বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক কর্মী।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, চাকরির সুবাদে উর্ধ্বতন কর্মকর্তা এনামুল হকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগে এনামুল তাঁর কাছ থেকে ধার নেন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। ইমরান বলেন, ‘সরল বিশ্বাসে টাকা দিয়েছিলাম। কিন্তু তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। কয়েক দফায় কিছু টাকা ফেরত দিলেও এখনো পুরোটা দেননি।’
তিনি আরও জানান, বিষয়টি কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিয়ে গত রবিবার (১২ অক্টোবর) বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন তিনি। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’অভিযুক্ত এনামুল হক অভিযোগ এর বিষয় স্বীকার করেন, এবং বলেন তার সাথে আমরা বসে মীমাংসা করতে চাই, থানা থেকে আমাকে ফোন করেছিল আগামী ১৫ তারিখ থানায় গিয়ে বসতে চেয়েছি।
বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রধান জসিম উদ্দিন বলেন’আমাদের কোম্পানির নিয়োগের সময়  জানিয়ে দেওয়া আছে, কারো সাথে নগদ টাকার লেনদেন করা যাবে না , করলে তার দ্বায়ভার কোম্পানি নেবেনা,এ ছাড়া আমাদের কোম্পানিতে কেউ লিখিত অভিযোগ করে নাই, থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে বলেন, থানা আইনগত ভাবে যে কোন  সিদ্ধান্ত নিতে পারে এত যদি কোম্পানির দ্বায় বদ্ধতা থাকে সেটি কোম্পানি পূরন করবে।
স্থানীয়ভাবে জানা গেছে, এনামুল হক দীর্ঘদিন ধরে কোম্পানির এলিগেন্ট প্রকল্পে দায়িত্ব পালন করছেন। অভিযোগের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যেও অস্বস্তি দেখা দিয়েছে।