প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৯:৩২ এ.এম
সন্দ্বীপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

মোবারক হোসাইন, সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীরা একযোগে কর্মবিরতি পালন করেন। MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেসিকের ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং বেসিকের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলন করে আসছেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সন্দ্বীপের শিক্ষক-কর্মচারীরাও এই কর্মসূচিতে অংশ নেন।
১৩ই অক্টোবর সোমবার সকাল থেকে মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ, কাসেম হয়দার মহিলা কলেজ, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ আইডিয়েল উচ্চ বিদ্যালয়, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়, কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়, এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষ কার্যক্রম রেখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্মানজনক বেতন-ভাতা বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, “শিক্ষক সমাজ দেশের বিবেক। তাদের ওপর হামলা মানে শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। শিক্ষক ও কর্মচারীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্র ও প্রশাসনের নৈতিক দায়িত্ব।”
উল্লেখ্য, সম্প্রতি সম্মানজনক বাড়িভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। বক্তারা সতর্ক করেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও ব্যাপক আকার গ্রহণ করবে। স্থানীয় শিক্ষানুরাগী ও প্রাক্তন শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নিয়ে তাদের সংহতি প্রকাশ করেন।

Design and Developed by: Manobadhikar IT