
এম এ রাজ্জাক (সুমন) ,মুন্সিগঞ্জ প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মুন্সিগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার কুমারভোগ ইউনিয়নে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি সুসংগঠিত আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আন্দোলনের বার্তা আরও জোরদার করা হয়েছে।প্রধান অতিথি বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমান আমাদের হাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফার মতো একটি শক্তিশালী রূপরেখা তুলে দিয়েছেন। এই রূপরেখা শুধু বিএনপির নয়, বরং আপামর জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই দফার প্রতিটি পয়েন্ট মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়।তিনি জোর দিয়ে বলেন, এই দফাগুলো জনগণের কাছে পৌঁছানো এখন নেতা-কর্মীদের প্রধান কাজ।
খড়িয়া ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতৃবৃন্দ ৩১ দফা নিয়ে গভীর আলোচনা করেন এবং তৃণমূল পর্যায়ে এই দফার প্রচার কৌশল নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সভা পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন।মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লাহ্ এবং ওমর ফারুক অবাক তাদের বক্তৃতায় সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার দেশের সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন। তারা নেতা-কর্মীদের প্রতি কঠোর ঐক্য বজায় রেখে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।কুমোরভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম পুরো কর্মসূচির পরিচালনা করেন। সভায় উপস্থিত ছিলেন আলহাজ্জ বাদল হোসেন হাওলাদার, মুক্তার হোসেন খান, আল আমীন খান, ওমর ফারুক রাসেল, তানভীর আহমেদ অভি, মনির শিকদার, শিপন, মাহবুব আলম টিটু, সেকান্দার খান বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে নেতা-কর্মীরা স্থানীয় জনগণের মধ্যে ৩১ দফার বিস্তারিত সম্বলিত লিফলেট বিতরণ করেন, যা জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানা যায়।
Reporter Name 



















