
সোহান মিয়া ,কিশোরগঞ্জ প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে বিধবা ভাতার তালিকা থেকে নাম বাতিল করার অভিযোগ উঠেছে, সরেজমিনে গিয়ে চার নং ওয়ার্ডের আলেমা খাতুন,অঞ্জু বেগম, তিন নং ওয়ার্ডের আনিচা বেগমের সাথে কথা হলে তারা জানান দীর্ঘদিন ধরে আমরা বিধবা ভাতার টাকা পাই কিন্ত দুইবার থেকে কোন টাকা পাচ্ছি না,সবাই যখন টাকা পাইছে তখন চেয়ারম্যানের কাছে যাই,চেয়ারম্যান জানায় সুপারিশ করছি টাকা পাইবেন,কিশোরগন্জ সমাজসেবা অফিস গেলে তারাও জানায় টাকা পাবেন,কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন তাদের কে মৃত দেখিয়ে তাদের নাম বাতিল করা হয়েছে, উপায় না পেয়ে ভুক্তভোগি আলেমার ছেলে রাজা মিয়া কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার কাছে লিখিত অভিযোগ করেন, এবিষয়ে ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠুর সাথে কথা হলে তিনি জানান এসব তালিকা আমি করি নাই, এই তালিকা মেম্বারা করেছেন আমি শুধু স্বাক্ষর করেছি,এবিষয়ে ইউপি সদস্যদের সাথে কথা হলে তারা জানান এসব তালিকা আমরা করিনি চেয়ারম্যান নিজেই নাম তাকিকায় দিয়েছেন, এখন সচেতন মহলে প্রশ্ন উঠেছেএই তালিকা করেছেন কে,বিষয়টি নিয়ে সমাজসেবা অফিসার জাকির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান আগামী রবিবার এগুলো নিয়ে মিটিং হবে। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
Reporter Name 



















