
সানজিদুল হক, সাতক্ষীরা
অদ্য ০২ নভেম্বর ২০২৫ খ্রিঃ, পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরায় মোঃ মিরাজুল ইসলাম, এসআই (নিরস্ত্র), আরও (১), সাতক্ষীরা এর ঝিনাইদহ জেলায় বদলি হওয়ায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। তিনি বলেন,মিরাজুল ইসলাম দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কর্মনিষ্ঠা সহকর্মীদের জন্য অনুপ্রেরণার।”
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); জনাব মোঃ মনিরুল ইসলাম, ডিআইও (১); এবং জনাব মোঃ সাইফুল ইসলাম, ইন্সপেক্টর (ক্রাইম)।
বক্তারা বিদায়ী কর্মকর্তার পেশাদারিত্ব, সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “এসআই মিরাজুল ইসলাম পুলিশের দায়িত্ব পালনে সব সময় ছিলেন আদর্শ ও আন্তরিক।”বিদায়ী এসআই মোঃ মিরাজুল ইসলাম আবেগভরে বলেন,“সাতক্ষীরা জেলা পুলিশের সহকর্মীদের সঙ্গে কাটানো সময় আমার জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”অনুষ্ঠানের শেষ পর্বে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
