
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর টিএমএসএস শাখার ফিল্ড সুপারভাইজার হাবিবুল হাসান (৪০) এর কান কেটে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ঐ মামলার আসামী মাহাবুর রহমান (৩৫) কে গ্রেফতার করেছেন। থানায় মামলা সূত্রে জানা যায়,জয়পুরহাট জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত হাতেম আলী আকন্দের ছেলে হাবিবুল হাসান ২০১৫ সাল হইতে ২০২২সাল পর্যন্ত কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের টিএমএসএস এর শাখায় ফিল্ড সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় আসামী কাহালু উপজেলার আটাশি দূর্গাপুর বাজারের মৃত আব্দুর রশিদ প্রামানিকের ছেলে মাহবুবুর রহমানের সাথে পরিচয় হয়। পরে ২০২২ সালে তিনি দুপচাঁচিয়া জিয়ানগর ইউনিয়নে টিএমএসএস শাখায় বদলি হয়ে আসে। আসামী মাহবুবুর রহমানের সঙ্গে তার বড় স্ত্রীর বনিবনা না হওয়ায় সে পিতার বাড়িতে চলে যায়। স্ত্রী তার পিতার বাড়িতে চলে যাওয়ার পিছনে তার ইন্দন রয়েছে বলে সে সন্দেহ করে ।
এতে সে ক্ষিপ্ত হয়ে ৩১ অক্টোবর শুক্রবার সকালে জিয়ানগর বাজারে টিএমএসএসের অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় হাবিবুল হাসান অফিসে বসে কাজ করার সময় আসামী মাহবুুবুর রহমান তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দ্যেশে আঘাত করতে গেলে সে মাথা বাম দিকে কাত করলে এ সময় তার ডান কানের মাঝামাঝি লেগে কানের কিছু অংশ কেটে পরে যায় এবং মুখমন্ডলে কিল,গুসি সহ লাথি মারতে থাকে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করা সহ মাহাবুর রহমানকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে হাবিবুল হাসান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ(ওসি)ফরিদুল ইসলাম আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 























