প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৯:১৪ এ.এম
বান্দরবানে পরিবেশ আইনে গ্রীনপিক রিসোর্টসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

মো: ইনতাজ হোসেন, বান্দরবান
বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিরেকে প্রতিষ্ঠান পরিচালনা করায় জেলা সদরের গ্রীনপিক রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকাসহ আরো ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের জরিমানা প্রদান করা হয়েছে। এছাড়াও পরিবেশের ক্ষতি সাধন করে নির্বিচারে পাহাড় কাটার অপরাধে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বান্দরবানে বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশের ছাড়পত্র ব্যতিরেখে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে এবং পরিবেশের ক্ষতি সাধন করে নির্বিচারে পাহাড় কাটছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় দেখা যায়, বান্দরবান জেলা সদরের সনামধন্য গ্রীণপিক রিসোর্টসহ জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে এবং এক ব্যক্তি পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
তিনি আরো বলেন, পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী ৬টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট ৭ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনুমোদন ছাড়া পাহাড় কাটা এবং পরিবেশ ধ্বংসের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানার আওতায় আনা হয়েছে, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটায় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে ২ লক্ষ ৭০ হাজার টাকা, পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে প্রতিষ্ঠান পরিচালনা করায় জেলা সদরের গ্রীন পিক রিসোর্ট কে ৪ লক্ষ টাকা, বালাঘাটা কৃষাণঘর এগ্রো প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, নাইক্ষ্যংছড়ি ছবির করাত কল প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, লামা উপজেলার জিয়াবুল হক অটো রাইস মিলকে ১০ হাজার টাকা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার করাত কলের ফলের মালিক ফরিদুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Design and Developed by: Manobadhikar IT