প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৯:২৮ এ.এম
সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে শায়েস্তাগন্জে রেল অবরোধ

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি
সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেল অবরোধ কর্মসূচি পালন করেছে ‘৮ দফা বাস্তাবায়ন আন্দোলন কমিটি। শনিবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্মে কয়েক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু, বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু, কুলাউড়া জংশনে আসনসংখ্যা বৃদ্ধি, শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও যাত্রীচাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রেলওয়ের অবহেলার কারণে সিলেট অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।শায়েস্তাগঞ্জন প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন মিজানুর রহমান সুমন। বক্তব্য রাখেন, আন্দোলন কমিটির সদস্য সচিব, শামছুল আলম রিপন, পারভেজ আহমেদ ও মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা
বক্তারা জানান, যাত্রীসেবার মানোন্নয়নে এবং সিলেট অঞ্চলের রেল যোগাযোগ সচল রাখতে এই আন্দোলন অব্যাহত থাকবে।

Design and Developed by: Manobadhikar IT