
মোজাম্মেল হোসাইন, স্টাফ রিপোর্টর
আশুলিয়া ঐতিহ্যবাহী নয়ারহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ইমরান হোসেন লিটন ও সাগর হোসেন সবুজের সার্বিক তত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হালিম মন্ডল,আলমগীর কবির মুন্সি, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল নেতা খোবাইবসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। নয়ারহাট বাজারের প্রতিটি দোকানদার এবং পথচারীদের কাছে জিয়া পরিবারের জন্য দোয়া ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন আসাদুজ্জামান মোহন।
এসময় প্রধান অতিথি আসাদুজ্জামান মোহন জানান, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে হামলা,মামলা ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। আমার নামে অসংখ্য মামলা দিয়েও আমাকে রাজপথ থেকে বিচ্যুত করতে পারিনি। আপনারা সবাই ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা নিয়ে যাবেন এবং ধানের শীষ মার্কায় ভোট চাইবেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্ট সরকারের জন্ম নিবে না এবং বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ে ওঠবে এসময় তিনি আরও বলেন, এই ৩১ দফা বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি এবং মানুষের জন্য ভাগ্য উন্নয়নের রুপরেখা।
Reporter Name 


















