
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২টি আসনে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশ নেবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন। এছাড়া দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩ আসনে নির্বাচনে অংশ নেবেন।
দলীয় সূত্র আরও জানিয়েছে, বাকি আসনগুলোর বিষয়ে পরবর্তী ধাপে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতা ও বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Reporter Name 






















