
আবুল হাসান, স্টাফ রিপোর্টার
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজার এলাকায় কাজ শুরু হয়েছে। রাস্তাটিতে খননের কাজ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের যাত্রা সাতক্ষীরা ভেটখালী সড়কের উন্নয়নের ধারা এগিয়ে। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সাতক্ষীরায় সুন্দরবন নামে পরিচিত। দীর্ঘ বছর ধরে সড়কটি অবহেলিত অবস্থায় ছিল।সড়কের প্রায় যায়গাই ছিল, ছোটও বড়ধরনের গর্ত।যাহার ফলে যান যোগে চলাচলে যেমন ধাক্কা তেমন ঝনঝন শব্দে সহঃকরতে হতো।
যথাসময়ের কর্মস্থালে পৌঁছাতে ব্যাপক ভাবে হিমসিম খেতে হতো। সড়কের কাজের বিষয় অনেক পথচারীদের সাথে আলাপ কালে বলেন, সড়কের সুন্দর ভাবে কাজ চলছে।চলাচলের উপযোগী হবে এমনই জানিয়েছেন বলে জানা গেছে। সড়কের কাজের কিছু কতৃপক্ষের সাথে আলাপ কালে বলেন, আমরা যথাক্রমে সুন্দর ভাবে কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এমনই জানিয়েছেন বলে জানা গেছে।
Reporter Name 

















