প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১১:০৮ এ.এম
কুমিল্লায় হাসপাতালের বর্জ্যে ২৩টি ছাগলের মৃত্যু, ক্ষোভে এলাকাবাসী

মোঃ সিয়াম হোসেন (প্রীতম) কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বারোপাড়া এলাকায় অবস্থিত এক বেসরকারি হাসপাতালের অপারেশনের রক্ত ও চিকিৎসা বর্জ্যের কারণে স্থানীয় এলাকায় মারাত্মক দূষণ দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকার অন্তত ২৩টি ছাগল মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ময়নামতি হসপিটালের বর্জ্য নিয়মিতভাবে নালা ও খোলা স্থানে ফেলা হচ্ছিল। সম্প্রতি হাসপাতালের অপারেশন থিয়েটারের রক্ত ও নোংরা বর্জ্য আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে পশুগুলো তা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই একের পর এক ছাগল মারা যায়।
ক্ষতিগ্রস্ত ছাগল মালিকসহ এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তারা।
ভুক্তভোগীরা জানান, ক্ষতির পরিমাণ লাখ টাকার বেশি হলেও তারা এখনো কোনো ক্ষতিপূরণ বা তদন্তের নিশ্চয়তা পাননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Design and Developed by: Manobadhikar IT