Dhaka 8:09 am, Thursday, 6 November 2025

গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, আটক ৩

  • Reporter Name
  • Update Time : 04:40:58 am, Wednesday, 5 November 2025
  • 97 Time View

আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি বনের শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন।মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন—দৈনিক নয়া দিগন্ত-এর মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি এস. এম. জহিরুল ইসলাম, এবং আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবির।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বন বিভাগের জমিতে শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে আবুল কাশেম ওরফে ‘গজারী কাশেম’ নামে এক ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় গজারী কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম, তার ছেলে আল আমিন এবং সহযোগীসহ ১০–১২ জনের দলবল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলার এক পর্যায়ে সাংবাদিক এস. এম. জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিকদের উদ্ধার করে। বর্তমানে তারা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন,“সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি হওয়ার পর গৃহবধূর মৃত্যু

গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, আটক ৩

Update Time : 04:40:58 am, Wednesday, 5 November 2025

আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি বনের শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন।মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন—দৈনিক নয়া দিগন্ত-এর মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি এস. এম. জহিরুল ইসলাম, এবং আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবির।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বন বিভাগের জমিতে শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে আবুল কাশেম ওরফে ‘গজারী কাশেম’ নামে এক ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় গজারী কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম, তার ছেলে আল আমিন এবং সহযোগীসহ ১০–১২ জনের দলবল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলার এক পর্যায়ে সাংবাদিক এস. এম. জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিকদের উদ্ধার করে। বর্তমানে তারা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন,“সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”