Dhaka 4:26 am, Thursday, 6 November 2025

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান

  • Reporter Name
  • Update Time : 08:45:40 am, Wednesday, 5 November 2025
  • 81 Time View

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক’র সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। ৫০ বছরের সাফল্য, ঐতিহ্য ও প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার এই ঐতিহাসিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২ নভেম্বর ২০২৫ তারিখে ট্যারেস অন দ্য পার্ক, নিউইয়র্কে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রজুড়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সুবর্ণজয়ন্তীর এই মহোৎসবে বাংলাদেশ সোসাইটি ইনক প্রবাসে বাংলাদেশের ঐক্য, সংস্কৃতি ও উন্নয়নে অবদানের জন্য বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করে।

এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীকে। শিক্ষা বিস্তারে তাঁর নিরলস অবদান, মানবিক কর্মকাণ্ড ও তরুণ প্রজন্মকে আলোকিত জীবনের পথে উদ্বুদ্ধ করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা জানানো হয়।

সম্মাননা গ্রহণকালে মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন,“প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষরা আমাদের দেশের মাটির টান ভুলে যায় না। শিক্ষা, সংস্কৃতি ও মানবতার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগ প্রবাসীদের মাঝে নতুন প্রেরণা যোগাবে।”

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, দেশাত্মবোধক সংগীত, ঐতিহ্যবাহী নৃত্য ও কবিতা আবৃত্তি ছিল দর্শকদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ।

বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে জানান, গত পাঁচ দশকে এই সংগঠন প্রবাসে বাংলাদেশের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও প্রবাসী সমাজের কল্যাণে কাজ করে যাবে। তাঁরা প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও আগামী প্রজন্মকে মাতৃভূমির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সুবর্ণজয়ন্তীর কেক কাটা, সম্মাননা প্রদান ও দেশাত্মবোধক গানে গানে মুখরিত হয়ে ওঠে নিউইয়র্কের ট্যারেস অন দ্য পার্ক প্রাঙ্গণ।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি হওয়ার পর গৃহবধূর মৃত্যু

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান

Update Time : 08:45:40 am, Wednesday, 5 November 2025

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক’র সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। ৫০ বছরের সাফল্য, ঐতিহ্য ও প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার এই ঐতিহাসিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২ নভেম্বর ২০২৫ তারিখে ট্যারেস অন দ্য পার্ক, নিউইয়র্কে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রজুড়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সুবর্ণজয়ন্তীর এই মহোৎসবে বাংলাদেশ সোসাইটি ইনক প্রবাসে বাংলাদেশের ঐক্য, সংস্কৃতি ও উন্নয়নে অবদানের জন্য বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করে।

এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীকে। শিক্ষা বিস্তারে তাঁর নিরলস অবদান, মানবিক কর্মকাণ্ড ও তরুণ প্রজন্মকে আলোকিত জীবনের পথে উদ্বুদ্ধ করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা জানানো হয়।

সম্মাননা গ্রহণকালে মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন,“প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষরা আমাদের দেশের মাটির টান ভুলে যায় না। শিক্ষা, সংস্কৃতি ও মানবতার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগ প্রবাসীদের মাঝে নতুন প্রেরণা যোগাবে।”

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, দেশাত্মবোধক সংগীত, ঐতিহ্যবাহী নৃত্য ও কবিতা আবৃত্তি ছিল দর্শকদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ।

বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে জানান, গত পাঁচ দশকে এই সংগঠন প্রবাসে বাংলাদেশের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও প্রবাসী সমাজের কল্যাণে কাজ করে যাবে। তাঁরা প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও আগামী প্রজন্মকে মাতৃভূমির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সুবর্ণজয়ন্তীর কেক কাটা, সম্মাননা প্রদান ও দেশাত্মবোধক গানে গানে মুখরিত হয়ে ওঠে নিউইয়র্কের ট্যারেস অন দ্য পার্ক প্রাঙ্গণ।