প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৯:০৬ এ.এম
আজমতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশী আত্মীয়-স্বজনকে দেখানো

মোহাঃ রকিব উদ্দীন, স্টাফ রিপোর্টার
গত ০৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩৩০ ঘটিকায় ভারতীয় নাগরিক সেলিনা বেগম (৭০), স্বামী মৃত গাজলুর রহমান, গ্রাম চকমাহিলপুর, পোস্ট শ্বশানী, থানা গোলাপগঞ্জ, জেলা মালদা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সংবাদ পেয়ে মৃতার বাংলাদেশে অবস্থানরত ভাই মোঃ তোফাজ্জল হক (পিতা: মোসলেম উদ্দিন, গ্রাম: বাগিচাপাড়া, পোস্ট: মোল্লাটোলা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) ও তার আত্মীয়স্বজন মৃতার লাশ দেখার জন্য বিজিবির নিকট আবেদন জানান।
বাংলাদেশ বিজিবি দ্রুত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে। উভয় পক্ষের সম্মতিতে আন্তর্জাতিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়।
আজ ০৮ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে উভয় বাহিনীর উপস্থিতিতে মৃতার লাশ তার বাংলাদেশি আত্মীয়-স্বজনদের দেখানো হয়।
লাশ দেখে আত্মীয়স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মতো প্রিয়জনকে দেখে পরিতৃপ্তি প্রকাশ করেন। তারা এ মানবিক সহযোগিতার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

Design and Developed by: Manobadhikar IT