প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ১২:৫৪ পি.এম
জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা জারি

মোঃ ওয়াজ কুরনী, দিনাজপুর প্রতিনিধি
সম্প্রতি দেশের একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনার পর হিলি সীমান্ত দিয়ে জাল নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। আজ শনিবার ( ৮ নভেম্বর) দুপুরে বাড়তি সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।
তিনি বলেন, জাল নোটের প্রবেশ ঠেকাতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে সীমান্ত এলাকা গুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের চেকপোস্ট গুলোতে বাড়ানো হয়েছে বিজিবি সদস্য সেই সাথে জোরদার করা হয়েছে টহল। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা বৈধ পাসপোর্ট যাত্রীদের তল্লাশি করা হচ্ছে যাতে ভারত থেকে বাংলাদেশি কোনো টাকা তারা আনতে না পারে। বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।

Design and Developed by: Manobadhikar IT