প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৯:২৫ এ.এম
তাড়াশ উপজেলার ধামাইচ এলাকার হিমনগর গ্রামের একই পরিবারের ৯ জনের ১ বছরের সাশ্রম কারাদণ্ড

মোঃ সোহাগ আলী (স্টাফ রিপোর্টার)
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন এর ধামাইচ এলাকার হিমনগর গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৯ জন কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের কে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
ঘটনাটি তাড়াশ থানার অফিসার- ইন-চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হেমনগর গ্রামের মো: আব্দুল করিম(৬০), মো: শাহ আলম(৪০), নুরুজ্জামান (৪৫), নুরুল আমিন(৪১), রুহুল আমিন (৪২), বাটুল হোসেন(৩৮), হাবিবুল্লাহ (৩৫), আরিফুল ইসলাম(৩২) ও স্বপন আলী (৩৬)। এরা সবাই একই পরিবারের সদস্য হওয়ায় এলাকায় আলোচনার ঝড় তুলেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার হেমনগর গ্রামে ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৮ সালে নাটোরের গুরুদাসপুর উপজেলা সদরের আশিক উল্লার সাথে হেমনগর গ্রামের উল্লেখিত আসামীদের সংঘর্ষ হয়। এতে মামলার বাদী আশিক উল্লা গুরুতর জখম হোন। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে সিরাজগঞ্জ ফৌজদারী আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ দিন শুনানী শেষে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড দেয় বলে জানা গেছে।

Design and Developed by: Manobadhikar IT